সেই পাতা ঝরা সকাল থেকে
আনমনে অযত্নে
বিষন্ন অলস দুপরে
আমি অনন্ত কালে
ডুবে থাকি নিমঘ্নে
জীবনের হিসাব মিলাতে যাই না
হিসাব বড়ই জটিল আর ঘোলাটে
আমি তো চাই একখানি দুপুর
তার উপর খা খা রুদ্রের পুকুর
আমি তো চাই স্নিগ্ধ সকাল
তার উপর ঝরা পাতার শব্দ
বসে থাকা আমি; তোমার স্পর্শ অব্দ
সময় তো জীবনেরই জন্য
জীবন সময়ের জন্য নয়
তাহলে কিসের এত ভয়
আজকাল হেরে যাওয়ার ভয়
ভূতের মত চেপে বসেছে
আমাকে নিয়ে গেছে
সময়ের যাতাকলে
আনমনে অযত্নে
বিষন্ন অলস দুপরে
আমি অনন্ত কালে
ডুবে থাকি নিমঘ্নে
জীবনের হিসাব মিলাতে যাই না
হিসাব বড়ই জটিল আর ঘোলাটে
আমি তো চাই একখানি দুপুর
তার উপর খা খা রুদ্রের পুকুর
আমি তো চাই স্নিগ্ধ সকাল
তার উপর ঝরা পাতার শব্দ
বসে থাকা আমি; তোমার স্পর্শ অব্দ
সময় তো জীবনেরই জন্য
জীবন সময়ের জন্য নয়
তাহলে কিসের এত ভয়
আজকাল হেরে যাওয়ার ভয়
ভূতের মত চেপে বসেছে
আমাকে নিয়ে গেছে
সময়ের যাতাকলে
No comments:
Post a Comment