Sunday, October 18, 2015

আমার পাওয়া সকল ভালো শিক্ষকদের মাঝে অন্যতম এবং এখন পর্যন্ত সর্বোত্তম শিক্ষক হচ্ছেন অজোপাড়ার এক মহাপুরুষ। সকল শিক্ষকই একেকজন মহাপুরুষ বলে আমি মনে করি। উনার সবচেয়ে সুন্দর ও আকর্ষনীয় দিক হচ্ছে উনি অসম্ভব সৎ আর দায়িত্বপরায়ন যা আকর্ষণ করার মতই। আমাকে জীবন ডাকবেন না উনি কারণ নামটার  ভাবগম্বির্জতা তেমন একটা নেই- এটাই বুজতে পারলাম। উনি হিজবুর ডাকতেন। ক্লাসের ঘন্টা যাচ্ছে তো কি হইছে ? ছুটির ঘন্টার অর্ধেক সময় উনি যোগ করে নিবেন। বার বার হাতের ঘড়ি দেখা শিক্ষকরা উনার কাছে অনেকটা শ্রীহীন। ইংরেজি শিক্ষা দিতেন মস্তিস্ক ভেদ করে গিয়ে শিরা উপশিরায় ডুকে যাওযার মত ।
সহজে সরলে এরাই জয়ী আর আমরা ইটপাথরে স্বপ্ন দেখি। 
উনি জায়ফর নগর উচ্চ বিদ্যালয়ের নীল্ কান্ত বৈদ।  মন্টু স্যার বলে অধিক পরিচিত। 

No comments:

Post a Comment