Tuesday, October 13, 2015

#আমার সম্পর্কে বলার মত তেমন কিছুই নেই। খুব মনেপ্রাণে একটা জিনিসই লালন করি;আমি যেন কারো ক্ষতির কারণ না হই।

#অন্ধকার আমি ভয় পাই না,আলোর পৃথিবীর বেশির ভাগই বাসিন্দা অন্ধকারে ছিল। 
#শিকড় ধরে রেখে বদলে যাওযার পক্ষে আমি। 
#ভালবাসা,শ্রদ্ধা আর সততায় জীবন ও সম্পর্ক এক বিশেষ গতিময়তা পায় বলে বিশ্বাস করি। 
#আর বিশ্বাস করি......অনেক কিছুই।...................

No comments:

Post a Comment