Saturday, October 31, 2015

Poem of the soul

আমি দিনগুলো বিক্রি করি স্বপ্নের দামে 
আমি প্রতিদিনই এই প্রতিধ্বনি শুনি 
আমার ঝরে যাওয়া ঘামে 
আমার সম্ভবনাগুলোকে বিক্রি করি 
আমার মনোশক্তির দামে 
আমি মিথ্যা বলি নিজের সাথে 
বলি এই তো হচ্ছে সবই 
পরক্ষণে আমি দেখি 
ধু ধু চুরাবালির মরুভূমি 
আমি ভয়ংকর রকমের 
স্বপ্নবিলাসী মানুষ 
আমার পথের অন্ত নেই 
তবুও কেন আমি 
থেমে যাই মাঝপথের মরিচিকায় 
থেমে যাওয়া আমার ধর্মে
আমার নিরন্তর কর্মে 
আমার আমিত্বের বৃত্তে 
নেই নেই নেই। ..

No comments:

Post a Comment