Saturday, March 18, 2017

মন খারাপ

 মন খারাপ হলে তা উদযাপন করা। এটা আমার নিজেরই কথা।  আজকে মনে হচ্ছে এই রকম একটা উদযাপন দরকার। খুব দরকার কারণ অনেক দিন এই রকম উদযাপনের দরকার হয় নি।

ইট-পাথরের এই শহরে সবই আছে ,মন খারাপ করে একলা এক জায়গায় বসে থাকার স্থান নেই ।


No comments:

Post a Comment