Monday, March 27, 2017

কিভাবে ওয়েব ডিজাইনার হওয়া যায় অধ্যায় -০১ .......

কিভাবে ওয়েব ডিজাইনার হওয়া যায় অধ্যায় -০১ .......

বর্তমান সময়ে সব ধরনের ক্লাস বা শিক্ষাদান ভিডিও মাধ্যমে হচ্ছে এবং তা খুব সফলভাবে সম্পন্ন হচ্ছে। Learning through videos is the most effective way to learn anything.
এখন কোনো কিছু শিখার জন্য আপনাকে কোনো ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে হচ্ছে না কারণ সুলভ মূল্যে ইউটিউব সেটা করে দিচ্ছে।

**  একজন ওয়েব ডিজাইনার হওয়ার জন্য আপনাকে  প্রাথমিকভাবে যা যা করতে হবে।

ধাপ ১ : HTML OR Hypertext Markup Language. 

ওয়েব ডিজাইনার হওয়ার জন্য আপনাকে একটা ল্যাপটপ ও ইন্টারনেট সংযোগ নিশ্চিত করতে হবে। ইউটিউবের সার্চবার-এ গিয়ে লিখেন  "HTML FOR BEGINNER" । এখন আপনি যে ভিডিও গুলো পাবেন সেগুলো মনোযোগ সহকারে কয়েকদিন স্টাডি করেন। 

Note:  ইংরেজী কম জানা থাকলে আপনি সার্চ করেন "HTML FOR BEGINNER BANGLA" ।

ধাপ ২ : CSS OR Cascading Style Sheet

যখনই দেখবেন আপনি HTML শিখে ফেলছেন তখনই "CSS FOR BEGINNER" সার্চবার -এ সার্চ করুন। এই ভিডিও গুলোও ভালোভাবে দেখুন আর সাথে প্রাকটিস করতে থাকুন। প্রতিদিন কমপক্ষে ৩-৪ ঘন্টা প্রাকটিস আপনাকে ভালো একজন ওয়েব ডিজাইনার করে তুলবে। 

Note:  ইংরেজী কম জানা থাকলে আপনি সার্চ করেন "CSS FOR BEGINNER BANGLA" ।

ধাপ ৩ : শিখতে থাকুন,প্র্যাক্টিস করুন,লেগে থাকুন ,গার্লফ্রেন্ডের মোবাইল -এ ফ্লেক্সি না দিয়ে ইন্টারনেট সংযোগটা ধরে রাখুন। 

পরবর্তী অধ্যায়ের জন্য অপেক্ষা করার জন্য ধন্যবাদ দিচ্ছি না কারণ লাভ আপনারই যদি আপনি ওয়েব ডিজাইনার হয়ে যান।  

No comments:

Post a Comment