বড় কলেবরের বই এই বছর শেষে আসতেছে। লিখা শুরু করবো আজ থেকেই। এই বইতে যে অক্ষমতা আমার ফুটে উঠেছে সেটা হচ্ছে বইটা বড় হয়নি। আমার আবেদন আপনাদের কাছে বইটা পড়ার জন্য। ভুলগুলো আপনাদের কমেন্টে পরিণত করেন আর আমাকে একটু একটু করে একজন সফল লেখকে পরিণত করেন।
ডাউনলোড করেন নিচের লিংক থেকে।
No comments:
Post a Comment