Monday, March 20, 2017

আমার বিলাসিতা

একদিন যেগুলোকে খুব করে অবহেলা করেছি আজ এগুলিই স্বপ্নের ঘোরে চলে আসে। এইগুলো আজ বিলাসিতা। প্রায় অধরা।

এই যেমন গ্রামের পথ বেয়ে হেঁটে যাওয়া। ফেসকুকিং অথবা গুগলিং করতে গিয়ে ভাইবোনকে সময় কম দেয়া।  অথবা তিন বছর আগে প্রেমে পড়া মেয়েটিকে সময় দিতে গিয়ে নিজের পরিবার তথা আম্মুকে কম সময় দেয়া।

আহা জীবন আমরা বুঝিনা ,বুঝতেও পারবো না।


No comments:

Post a Comment