আমার দ্বিতীয় বই পড়ার পর শ্রদ্বেয় বড় ভাই কোনো এক জায়গায় বললেন উনার ছেলেমেয়েদেরকে আমার বই পড়াবেন এবং ডাক্তার লুৎফুর রহমানের বই পড়িয়ে যে কাজ হতো তার খানিকটা আমার লেখনী করে দিবে। তিনি হয়তো নতুন স্বপ্নে বিভোর লেখককে উৎসাহ দেয়ার জন্য এমনটা বলেছেন তবে এর পর থেকে আমি ডাক্তার লুৎফুর রহমানকে খুঁজতে লাগলাম। গুণীজনদের খুঁজলে পাওয়া যায় খুব সহজে। এদের কাজ ছড়িয়ে ছিটিয়ে থাকে। কাজই এদের আসল পরিচয়। পেয়ে গেলাম যথারীতি। উইকিপিডিয়া এই গুণী লেখক নিয়ে পেজ খুলে বসে আছে কারণ তারা জানে এই মানুষগুলোকে পিপাসুরা খুঁজবে এক সময়। খুব যত্ন সহকারে পড়লাম। মোটামুটি একটা ধারণা পেলাম উনার সম্পর্কে। অবশ্য এর বেশি কিচ্ছু উইকিপিডিয়া দিতে পারবেও না।
ডাক্তার লুৎফুর রহমানের চিন্তাধারার একটা নমুনা
" লুৎফর রহমান বিশ্বাস করতেন, মানুষের শক্তির প্রধান উৎস হচ্ছে জ্ঞান এবং জীবনের সুন্দর বিশুদ্ধতম অনুভূতির নাম হচ্ছে প্রেম। উন্নত জীবন দর্শন মেনে চলতেন। লোকদেখানো এবং বংশগত সম্মানকে তিনি গ্রহণ করেননি "
বিশ্বাস করেন প্রিয় ভাই আমি হয়তো উনার মতো হতে পারি নাই তবে আমি খুব করে চাই মানুষরা ভালো থাকুক। চিন্তার মুক্তি ঘটুক ,মনের অন্ধকার দূর হোক ,মানুষ আনন্দে থাকুক,ভালোবাসায় ভেসে যাক মানুষ্য জীবন যা এই বড় চিন্তকের সাথে কিছুটা মিল আছে বৈ কি।
ডাক্তার লুৎফুর রহমানের চিন্তাধারার একটা নমুনা
" লুৎফর রহমান বিশ্বাস করতেন, মানুষের শক্তির প্রধান উৎস হচ্ছে জ্ঞান এবং জীবনের সুন্দর বিশুদ্ধতম অনুভূতির নাম হচ্ছে প্রেম। উন্নত জীবন দর্শন মেনে চলতেন। লোকদেখানো এবং বংশগত সম্মানকে তিনি গ্রহণ করেননি "
বিশ্বাস করেন প্রিয় ভাই আমি হয়তো উনার মতো হতে পারি নাই তবে আমি খুব করে চাই মানুষরা ভালো থাকুক। চিন্তার মুক্তি ঘটুক ,মনের অন্ধকার দূর হোক ,মানুষ আনন্দে থাকুক,ভালোবাসায় ভেসে যাক মানুষ্য জীবন যা এই বড় চিন্তকের সাথে কিছুটা মিল আছে বৈ কি।
No comments:
Post a Comment