খুব ভালো করার দরকার নেই। খুব ভালো করতে হবে বলে অনেকে শুরুই করতে পারে না। আবার খুব ভালো করতে গিয়ে অনেকে শেষ ও করতে পারে না। শেষ করতে হবে এই মানষিকতা হচ্ছে ভিত্তি। ভিত্তি ছাড়া কিসের উপর দাঁড়াবেন ? ভালো বা খারাপ করা হচ্ছে যোগ্যতা। যে শুরু করলো না বা যে ভালো করতে গিয়ে শেষ করতে পারলো না তার ক্ষেত্রে কি ভালো বা খারাপের প্রশ্ন আসতে পারে ? খুব ভালো করার দরকার নেই। শেষ করতে হবে এই চিন্তা নিয়ে যে কোনো কিছুর দিকে এগিয়ে যেতে হবে।
No comments:
Post a Comment