Monday, July 24, 2017

তোমার আকাশের মেঘ।

তোমার আকাশের মেঘ।
হিজবুর রহমান জীবন 

আমাকে শান্ত করা তোমার চঞ্চলতা
আমায় ভাবিয়ে দেয়া তোমার মুহূর্তরা 
আমার আমিত্বে নিজেকে দেখা 
সে তোমারই প্রতিচ্ছবি। 
আমি তো চাই তুমি তোমাতে মেতে থাকো 
আমি তোমাকে দেখি 
এবং সেটা দূর থেকেই। 
আমি তো চাই তোমার স্বপ্নরা ডানা মেলুক।
উড়ুক আর তোমাকে ভাসিয়ে নিয়ে যাক 
মেঘেদের দলে। 
তুমি মেঘেদের সাথে দুষ্টমি করবে,খেলবে ,উড়বে । 
মেঘেদের সাথে তুমি এক আকাশ থেকে 
অন্য আকাশে তুমি ঠিকই যাবে 
কিন্ত আমি তোমার আকাশটা চাই। 
তোমার আকাশে আমি মেঘ হবো। 
মেয়ে, মেঘ হতে দিবা তো  ?
আমি কিন্তু ট্রিলিয়ন ট্রিলিয়ন তারার মাঝে 
একটা চাঁদ হওয়ার আবদার করছি না । 
কেবল মেঘই তো। বলো না ,মেঘ হতে দিবা। 
যাকে তুমি চাইলেই বর্ষণ করে জেড়ে 
ফেলে দিতে পারো। 
অবশ্য চাঁদ হওয়ার মত আমার সাহস ও 
যোগ্যতা কোনোটাই নাই। 
নতুবা হয়তো আমি আবদারে মেতে থাকতাম। 


No comments:

Post a Comment