Monday, July 17, 2017

পরাজয় - হিজবুর রহমান জীবন

পরাজয়
হিজবুর রহমান জীবন

একটা কথা বলি,খুকী ?
হ্যা বলো।
আমাকে তুমি পরাজিত করতে পারবে না ?
পরাজিত ? তুমি না পরাজয় শব্দটি পছন্দ করোনা।
করি না তো ,তবে আমি যে পরাজয়ের কথা বলছি
সে পরাজয় সবাই পায় , ওই পরাজিত অনেকে হয় না।
ও ... আমি কি পারবো তোমাকে পরাজিত করতে ?
তোমাকেই পারতে হবে,খুকী।
আমি আজ হারতে চাই খুব করে।
আমি আজ ডুবতে চাই।
আমি তোমাকে হারালে তুমি খুশি তো ?
হ্যা ,অনেক খুশি।
তবে বলে দাও কিসে তোমাকে হারাবো ?
ভালোবাসাবাসিতে ,মায়ায় আর স্পর্শে।


No comments:

Post a Comment