Thursday, December 31, 2015

হ্যাপী নিউ ইয়ার।

নতুন সবসময়ই সুন্দর। আর পুরাতনে মানুষ হাঁপিয়ে উটে।মানুষ ব্যর্থতার হিসাব করে বেশি। বিষয়টা যেন এমন যে সব সময় সফল হতে হবে। বেচে আছি ,নতুন বছর শুরু করতে যাচ্ছি ,আগের ভূলগুলো আর হবে না -এমন সিদ্ধান্তে উপনীত হওয়াটা ও কিন্ত অনেক বড়।সর্বোপরি,ভালো-মন্দের সমষ্টি কিন্ত আমরা।হাসুন প্রাণ খুলে আর বিড় বিড় করে বলতে থাকুন.............."বেচে থাকাই অনেক আনন্দের"।
হ্যাপী নিউ ইয়ার। 

Wednesday, December 30, 2015

Love the life you have................

 সব মানুষই ভালো মানুষ।কথা হচ্ছে আপনি কতটুকু ভালো ব্যবহার করছেন অন্যের সাথের সেটার উপর সব নির্ভর করে।হেসে হেসে কথা বলুন..
হাসতেই থাকবেন,এটাই তো চাই। পৃথিবী অনেক সুন্দর।অসম্ভব সুন্দর। 

Saturday, December 26, 2015


অসম্ভব সুন্দর "সত্য ''।এই ধরো অসহ্য রকমের। ধরে নেও বেহায়া টাইপের।...............

তুই

আমি পুড়ে যাই বা যা পুড়িয়েছে আমায় তা মনে করি আর লিখি।আমার অসফলতারগুলোর মধ্যে তোকে ধরে না রাখতে পারা অন্যতম।আজো ও অনুভুতিরা তোর্ জন্য মিছিল করে তবে আবার এরাই বলে উটে ''নিজের কাছে হারিস নে ''......................
হারলাম না,ছেড়ে দিলাম মুক্ত আঙ্গিনায়,
আর তুই তো বসবাস করিস আমার পার্থনায়। 

Friday, December 25, 2015

Love the human being

হ্যাপি ক্রিসমাস
হোক না মানবতার জয়।.......

Saturday, December 19, 2015

এই শহরের উপর সেই চাঁদ
সোডিয়ামের আলোয়
যা পড়ে আছে অবহেলায় ।
আমি কি করে ভূলে গেলাম ?
বাঁশঝাড় আর ওই পুকুরপাড় ,
মরিচিকাহীন রাতের রাস্তা
আর রাত জাগা পড়ার টেবিল।
ভাবি আর বুঝি,
চাঁদ একই হলেও
আমি আজ ভুগী।


খারাপ মানুষগুলো হাসতে জানে না। না হাসে নিজে,না হাসায় অন্যকে।

Thursday, December 17, 2015

সব সময় সফলতা না পাওয়া ভালো। এতে জীবনে একটা ছন্দ আসে। কিছু ব্যর্থতা জীবনের মোড় পাল্টে দেয়। আমরাই লক্ষ্য করি না। 

Tuesday, December 15, 2015

মাশরাফি

মাশরাফির জয় মানে সারা বাংলার ক্রিকেটের জয়।
বাংলা হোক ম্যাশময় 

বাংলাদেশ

অব্যক্ত একটা নাম "বাংলাদেশ"। চাইলেও বিশেষিত করতে যাই না। শেষ হবে না।
তবুও,
বিজয়ে আমার এই লাইনগুলি তোমার চরণে।
ধরনীর রমনী তুমি,
অভঙ্গুর জন্মভূমি,
তোমাকে ভেবে লিখা
অমৃত সুর গুলি,
আমাদেরকে যেন করে শিহরিত।
আর শত-সহস্র শতাব্দির পরে ও যেন
আমি-আমরা বলতে পারি,
ভালবাসি হে বিমুগ্ধ মাতৃভূমি।

Monday, December 14, 2015

....

অজ্ঞতা আমাদের মন-মস্তিষ্কের জন্য পাহাড় সমতুল্য। আমরা থেমে যাই,গোল্লায় যাই এই পাহাড়ের জন্যই।

Sunday, December 13, 2015

এইডস ও ভালবাসা

এক সাথে থাকলে,খেলে,আড্ডা দিলে,মনের কথা শেয়ার করলে এইডস ও ভালবাসা হয় না। 

Friday, December 11, 2015

আমি দেখি

সকালগুলো সূর্যোদয় ছাড়াই
আবার এখানে সূর্যাস্ত ছাড়া সন্ধ্যা
গভীর অন্ধকারে আমি দেখি
আমার আমিত্ব আর মায়া। 

Wednesday, December 9, 2015

.....

মন খারাপ উদযাপন,
আনন্দকে করে অত্যাচার।
আমি মিশে গেছি খুব সম্ভব,
ওই দূরের বোবাদের দলে।

Tuesday, December 8, 2015

My Book lesson 1+2

সব কিছুরই একটা নির্দিষ্ট সময় আছে। যেমন বিয়ে,পড়াশুনা,এবং স্বপ্ন দেখার।  

Thursday, December 3, 2015

তুমিই পারবে

যেখানে মৃত্যুর মত নিকট সত্য এক নিশ্চিত পরিনতি নিয়ে আমরা সবাই এগিয়ে যাচ্ছি ,সেখানে শেষ হওয়ার ভয় কেন তোমাকে আকড়ে ধরবে। আসল কথা হচ্ছে,তোমাকে কেও হারাতে পারবে না যতক্ষণ তুমি তোমার কাছে না হারো।তোমার তিলগুলো তালে পরিনত হোক........এই প্রত্যাশায় আমি।

Tuesday, December 1, 2015

এক চাষার গল্প

এক চাষার গল্প বলি.......
একদা এক চাষী চেয়েছিলো তার অনেক জমি হবে।তো একদিন কে একজন বলেছিলো ,এইখান থেকে তুমি যত দূর দৌড়ে হেটে আসবে ততখানি জায়গা তোমার হয়ে যাবে। বেচারা গরীব চাষী,দৌড়ে যাচ্ছে তো যাচ্ছেই। ফেরার নামগন্ধ নেই।দীর্ঘ পথ যাওয়ার পর মনে পড়লো ফিরে যাওয়ার কথা। যখন ফিরে আসলো ততক্ষণে তার আয়ু নাকের ডগায়। মারা গেলো ধপকরে পড়ে। জায়গা সে পেয়েছিল তবে তা মাত্র ৬ ফুট।চাষী অনেক লম্বা ছিল।

আমরা

আমরা আসলে একটু একটু করে বড় হই,বড় হওয়ার শেষ নেই। হয়তো আকাশ সমান।দুনিয়ায় অসীম ক্ষমতা নিয়ে কেউ জন্মায়  না ,মৃত্যু হয় অসীম ক্ষমতা নিয়ে। জন্মে,মহাপুরুষদের পরিচয় মেলে না।জন্ম,কাপুরুষ আর মহাপুরুষের সমান রকমেরই।মহাপুরুষদের মৃত্যু ভয়ানক ধরনের আনন্দের।

শুরু

শুরু আমরা করতে ভয় পাই। আর একই শুরু যখন অন্য কেউ করে তখন মনে হয় এটাই তো আমার করার কথা ছিল। এক ভিক্ষুক আপনার বাসে বা ট্রেনে উটলো,ভিক্ষা চাইছে তো চেয়েই যাচ্ছে,কেউ এক টাকা দেয় না। ভিক্ষুক বেচারা হাফছাড়া। আর মিললোনা কানাকড়িও এই বাসে। না মোড় পাল্টে দিয়েছে বড় মনের এক মহামানব। সে কী করছে ? এক টাকার এক নোট দিয়ে দিল ভিক্ষুককে। আসল সত্যি কী জানেন ? অন্য আরো কয়েকজন ও টাকা দিতে শুরু করে দিল।শুরুর এত ভয় কিসের ? যেই একজন শুরু করছে অন্যরা ও...... ....
এমন হয় কিনা ?