Thursday, December 3, 2015

তুমিই পারবে

যেখানে মৃত্যুর মত নিকট সত্য এক নিশ্চিত পরিনতি নিয়ে আমরা সবাই এগিয়ে যাচ্ছি ,সেখানে শেষ হওয়ার ভয় কেন তোমাকে আকড়ে ধরবে। আসল কথা হচ্ছে,তোমাকে কেও হারাতে পারবে না যতক্ষণ তুমি তোমার কাছে না হারো।তোমার তিলগুলো তালে পরিনত হোক........এই প্রত্যাশায় আমি।

No comments:

Post a Comment