এই শহরের উপর সেই চাঁদ
সোডিয়ামের আলোয়
যা পড়ে আছে অবহেলায় ।
আমি কি করে ভূলে গেলাম ?
বাঁশঝাড় আর ওই পুকুরপাড় ,
মরিচিকাহীন রাতের রাস্তা
আর রাত জাগা পড়ার টেবিল।
ভাবি আর বুঝি,
চাঁদ একই হলেও
আমি আজ ভুগী।
সোডিয়ামের আলোয়
যা পড়ে আছে অবহেলায় ।
আমি কি করে ভূলে গেলাম ?
বাঁশঝাড় আর ওই পুকুরপাড় ,
মরিচিকাহীন রাতের রাস্তা
আর রাত জাগা পড়ার টেবিল।
ভাবি আর বুঝি,
চাঁদ একই হলেও
আমি আজ ভুগী।
No comments:
Post a Comment