Tuesday, December 1, 2015

আমরা

আমরা আসলে একটু একটু করে বড় হই,বড় হওয়ার শেষ নেই। হয়তো আকাশ সমান।দুনিয়ায় অসীম ক্ষমতা নিয়ে কেউ জন্মায়  না ,মৃত্যু হয় অসীম ক্ষমতা নিয়ে। জন্মে,মহাপুরুষদের পরিচয় মেলে না।জন্ম,কাপুরুষ আর মহাপুরুষের সমান রকমেরই।মহাপুরুষদের মৃত্যু ভয়ানক ধরনের আনন্দের।

No comments:

Post a Comment