Tuesday, December 1, 2015

শুরু

শুরু আমরা করতে ভয় পাই। আর একই শুরু যখন অন্য কেউ করে তখন মনে হয় এটাই তো আমার করার কথা ছিল। এক ভিক্ষুক আপনার বাসে বা ট্রেনে উটলো,ভিক্ষা চাইছে তো চেয়েই যাচ্ছে,কেউ এক টাকা দেয় না। ভিক্ষুক বেচারা হাফছাড়া। আর মিললোনা কানাকড়িও এই বাসে। না মোড় পাল্টে দিয়েছে বড় মনের এক মহামানব। সে কী করছে ? এক টাকার এক নোট দিয়ে দিল ভিক্ষুককে। আসল সত্যি কী জানেন ? অন্য আরো কয়েকজন ও টাকা দিতে শুরু করে দিল।শুরুর এত ভয় কিসের ? যেই একজন শুরু করছে অন্যরা ও...... ....
এমন হয় কিনা ?

No comments:

Post a Comment