এক চাষার গল্প বলি.......
একদা এক চাষী চেয়েছিলো তার অনেক জমি হবে।তো একদিন কে একজন বলেছিলো ,এইখান থেকে তুমি যত দূর দৌড়ে হেটে আসবে ততখানি জায়গা তোমার হয়ে যাবে। বেচারা গরীব চাষী,দৌড়ে যাচ্ছে তো যাচ্ছেই। ফেরার নামগন্ধ নেই।দীর্ঘ পথ যাওয়ার পর মনে পড়লো ফিরে যাওয়ার কথা। যখন ফিরে আসলো ততক্ষণে তার আয়ু নাকের ডগায়। মারা গেলো ধপকরে পড়ে। জায়গা সে পেয়েছিল তবে তা মাত্র ৬ ফুট।চাষী অনেক লম্বা ছিল।
No comments:
Post a Comment