অব্যক্ত একটা নাম "বাংলাদেশ"। চাইলেও বিশেষিত করতে যাই না। শেষ হবে না।
তবুও,
বিজয়ে আমার এই লাইনগুলি তোমার চরণে।
ধরনীর রমনী তুমি,
অভঙ্গুর জন্মভূমি,
তোমাকে ভেবে লিখা
অমৃত সুর গুলি,
আমাদেরকে যেন করে শিহরিত।
আর শত-সহস্র শতাব্দির পরে ও যেন
আমি-আমরা বলতে পারি,
ভালবাসি হে বিমুগ্ধ মাতৃভূমি।
No comments:
Post a Comment