Tuesday, September 13, 2016

কুরবানী -ছেড়ে দাও তোমার ক্ষুদ্র ভালোবাসাকে মহৎ স্বার্থের জন্য

মহান আল্লাহ কুরবানীর মাধ্যমে কী শিক্ষা দিলেন বা আমরা কুরবানীকে কোন দৃষ্টিকোন থেকে দেখছি।
কুরবানী -ছেড়ে দাও তোমার ক্ষুদ্র ভালোবাসাকে মহৎ স্বার্থের জন্য।যদি আপনি একজন ভালো মানুষ হতে চান তাহলে আপনাকে অনেকগুলি কুরবানী দিতে হবে। সেগুলি কী কী ?
মিথ্যা কথা,অন্যের ক্ষতি করা,পরশ্রীকাতরা,হিংসা - এগুলোসহ আরো যা  আছে যেগুলো সমাজ ও মানুষের জন্য কল্যানকর নয় ঐগুলা ও কুরবানী দিতে হবে। পড়াশুনায় ভালো রেজাল্ট,বড় কোম্পানিতে চাকরি ,ব্যাবসায় সফলতা এইগুলার জন্য উপস্থিত অনেক আনন্দকে কুরবানী দিতে হবে। জীবনকে সুন্দর করতে চলার পথে কুরবানী দিয়ে চলতে হবে। বাঁচুন উৎসবে,বাঁচুন আনন্দে। 

No comments:

Post a Comment