আমি হতাশ হয় যখন ভার্সিটি পড়ুয়া শিক্ষার্থীরা হতাশায় ভুগে কারণ এরা আশা জাগাবে,এরা অন্যকে পাল্টাবে,এরাই উচ্ছসিত থাকবে নিত্য নতুন জিনিসকে নিয়ে। নিজেকে নিয়ে এই হতাশাগুলো তাদেরকে যেমন নিচের দিকে নিয়ে যায় তেমনি আসপাশের মানুষদের ও হতাশ করে। নিজে না হাসলে অন্যকে হাঁসানো যায় না। নিজে আনন্দে না ভাসলে অন্যকে ভাসাবে কি করে? গত কালকে বাংলাদেশের এক বিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মুখে হতাশা শুনে আমিও হতাশ। দেশে নাকি জব নাই। সবই বেকার। কেউ কি কখনো শুনেছেন বা দেখেছেন যে একজন মানুষ পড়াশুনা শেষ করেছে আর বেকার থেকেছে বছরের পর বছর। না ,কেউ বেকার থাকেনা দীর্ঘ সময়ের জন্য।যাইহোক , ৯-৫ ওয়ার্ক ছাড়া আর কিছু হতাশাগুলো বুঝে না।এদের চোখের সামনে ফুচকার মামা মাসে ৩৫-৪০ হাজার টাকা উপার্জন। এরা তা দেখবে না ,এরা বিদেশ এসে রেস্তুরায় প্লেট ধৌত করতে রাজী,এরা ঘুষ দিয়ে চাকরিতে ডুকবে আর এই ঘুষের টাকা বের করবে গাধার মত বছর দুয়েক খেটে।এরা দেশের জন্য বোঝা। চোখের সামনে কিছু লোক মুরি খায় আর কিছু লোক মুরি বিক্রি করে। জীবনটাই মুরিময়।
No comments:
Post a Comment