Thursday, September 8, 2016

দক্ষতা :
ধরে নেই বিল গেটসের কোম্পানি মাইক্রোসফট আর নেই। ধরে নেই তার জমানো পাহাড় সমান টাকা আর নেই। তাহলে কি বিল গেটস পথে বসে যাবে ? উত্তর,ভুলেও না। কেন না ? যে গড়তে জানে সে শিব ও গড়তে পারে,বাদর ও গড়তে পারে।সব চলে গেলেও বিল গেটসের স্কিল ও কি চলে যাবে ?তার গড়ার যে দক্ষতা গড়ে উঠেছে তা কি নিঃশেষ হয়ে যাবে ?বিল গেটসের বিলিওনাইরী হওয়ার পেছনে কি আছে ? স্কিল বা দক্ষতা। মার্ক জুকারবার্গ ৮-১০ বছরে প্রায় ৪০ বিলিয়ন ডলারের মালিক হওয়ার পেছনে ও কিন্তু তার স্কিল কাজ করছে। জায়েদ করিম একজন বাংলাদেশী বংশোভুদ। জনপ্রিয় ওয়েবসাইট ইউটিউবের ফাউন্ডার। ইউটিউবকে গুগুলের কাছে বিক্রি করেছেন অনেক আগেই। বিক্রির সময় কি উনার দক্ষতা ও বিক্রি করে দিয়েছেন ? মনে হয় না।  হাতে কলমে কিছু শিখে রাখুন। জীবনে অনেক কাজে আসবে। হাতে কলমে শিক্ষা এখন এই শতকের একমাত্র সম্পদ। "আমাদের সমৃদ্ধ একটা মানব সম্পদ আছে যার বেশির ভাগ তরুণ " ,জাফর ইকবাল স্যার। চলুন নিজে বড় হই,দেশকে ও বড় করি। 

No comments:

Post a Comment