বিনয় ও আমরা
মানুষ তার জীবদ্বশায় অনেক গুণ নিয়ে বাঁচে। বিনয়ের মত আরেকটা গুণ মানুষ পায় না ,পাবেও না। বিনয় মানুষকে উচ্চাসীন করে। বিনয়ীরা খুব কম বিপদে পড়ে। বিনয়ীদের আমি অবাক হয়ে দেখি আর এদের কাছ থেকে শিখি। দেশ ও জাতিতে জাতিতে এমন অনেক আছেন যাদের অবস্থা দিন আনে দিন খাওয়া টাইপ তারপর ও দেখবেন তাদের এক ফুটা সম্মানের কমতি নেই। এদের মানবীয় গুণাবলী আকাশচুম্বী। আর সব গুণাবলীর কেন্দ্রবিন্দু বিনয়। আমি বিনয়ীদের আশপাশে থাকি-এরা এদের বিনয়ী ভাব দিয়ে বুঝিয়ে দেয় মানবজীবন একটা মহাসমুদ্র আর মানুষ একটা জাহাজ ন্যায়। জাহাজ যেমন বরফবিহীন পানিতে সহজে চলে টিক তেমনি মানুষ রূঢ়তা,অহংকার ,ক্ষটিনতা ছাড়া মিশে যায় আলোতে,সহজে-সরলে । জীবন অসহ্য রকমের সুন্দর ,খুঁজে নিতে হয়।
মানুষ তার জীবদ্বশায় অনেক গুণ নিয়ে বাঁচে। বিনয়ের মত আরেকটা গুণ মানুষ পায় না ,পাবেও না। বিনয় মানুষকে উচ্চাসীন করে। বিনয়ীরা খুব কম বিপদে পড়ে। বিনয়ীদের আমি অবাক হয়ে দেখি আর এদের কাছ থেকে শিখি। দেশ ও জাতিতে জাতিতে এমন অনেক আছেন যাদের অবস্থা দিন আনে দিন খাওয়া টাইপ তারপর ও দেখবেন তাদের এক ফুটা সম্মানের কমতি নেই। এদের মানবীয় গুণাবলী আকাশচুম্বী। আর সব গুণাবলীর কেন্দ্রবিন্দু বিনয়। আমি বিনয়ীদের আশপাশে থাকি-এরা এদের বিনয়ী ভাব দিয়ে বুঝিয়ে দেয় মানবজীবন একটা মহাসমুদ্র আর মানুষ একটা জাহাজ ন্যায়। জাহাজ যেমন বরফবিহীন পানিতে সহজে চলে টিক তেমনি মানুষ রূঢ়তা,অহংকার ,ক্ষটিনতা ছাড়া মিশে যায় আলোতে,সহজে-সরলে । জীবন অসহ্য রকমের সুন্দর ,খুঁজে নিতে হয়।
No comments:
Post a Comment