আমরা সবাই সুখী হতে চাই। সুখ কি অধরা ? সুখ আমাদের আসে পাশেই। আমাদের মাঝ থেকে সন্তুষ্টি জিনিসটা প্রায় উঠেই গেছে। এই যে আজকে সকালের নতুন সূর্যটা দেখলাম তার কোনো মূল্য নেই,দিনের শুরু হতেই না হতে মায়ের সোনা মুখটা যে দেখলাম তার ও মূল্য নেই,দশ টাকার একটা নোটের জন্য কোটি টাকার জগড়া করে যে প্রাণের ভাইবোনগুলো এই গুলার ও মূল্য নেই। মূল্য শুধু কী পাইনাই আর কী পেলাম এর মাঝে। পাওয়ার মাঝে সুখ থাকতে পারে না ,যেটা থাকে সেটা ক্ষনিকের আনন্দ। সুখ উপলব্ধির মাঝে,সুখ দেয়ার মাঝে। জগতে যারা দিতে জানে,তাদের ক্ষয় নেই। অন্ধকারে আলো বিলিয়ে চাঁদ কখনো শেষ হয়ে যায় না ,মা মায়া বিলিয়ে শেষ হয় যান না বরং মা থেকে মমতাময়ী,মায়াবতী,মহান,মহিয়সী এই শব্দগুলার উৎপত্তি হয়েছে বলে মনে হচ্ছে ।দেয়া শিখতে হবে,দেয়ার চর্চা করতে হবে। কিছুই নেই দেয়ার এই কথা মিথ্যা। অন্যের সামনে প্রাণ খুলে হাসা মানে অনেক কিছু দেয়া,সুন্দর আচরণ করাটা ও দেয়া। প্রতিটা মুহূর্ত আনন্দে কাটুক,একসময় যাতে নিজেকে বলতে পারি কত আনন্দেই না ছিলাম,কত উদযাপনেই না ছিলাম। জীবন সুন্দর।বেচেঁ থাকার আনন্দে বাঁচি।
No comments:
Post a Comment