Thursday, April 13, 2017

নারী/মহিলা বা মেয়ে মানুষ বলতে আমরা অপেক্ষাকৃত কোনো এক দূর্বল সত্তাকে চিন্তা করি। অথচ একজন মহিলা একজন মা,একটা বোন,একজন বউ।এই নরম শরীরের গন্ধ নিয়ে,স্পর্শ নিয়ে বড় হই আমরা। এই আমাদের মাঝে অনেকেই দিক্ববিজয়ী মানুষে পরিণত হই আবার এই আমরাই দুই হাত-পা -চুখ-কান নিয়ে মানুষের ধারে কাছে যেতে পারি না।

আমাদের সংযম ক্ষমতা আছে,আমাদের আছে বিবেক বুদ্ধি আর মহানুভবতা।এই অসীম ক্ষমতা গুলো কাজে লাগিয়ে আমরাও হয়ে যাবো সভ্যতার সুন্দর মানুষের ন্যায়।


 চলুন আমরা পহেলা বৈশাখ,ঈদ,পূজা উদযাপন করি মানুষ হয়ে মানুষের সাথে।




No comments:

Post a Comment