Thursday, April 20, 2017

পরিবার

সফল হবেন আপনিও বইটিতে আমি খুব কম লিখেছি পরিবার সম্পর্কে। পরবর্তী লেখাগুলোতে পরিবার নিয়ে লিখবো। গত মাসে রাচেল ম্যাচি স্টাফোর্ড এর Only Love Today বইটি পড়ার পর মনে হলো যদি আরো একটু বড় করে,সুন্দর করে পরিবার নিয়ে লিখতাম তাহলে একটা আত্মতৃপ্তি হয়তো আসতো। 

লেখিকা এত সুন্দর করে পরিবার জিনিসটাকে উপস্থাপন করেছেন তা বর্ণাতীত। 

ছোট্ট পরিসরে পরিবার নিয়ে লিখাটার স্ক্রিনশট নিচে জুড়ে দেয়া হলো : 


No comments:

Post a Comment