Tuesday, April 25, 2017

একজন কম্পিউটার প্রোগ্রামার এবং মোটিভেশনাল লেখক



একজন কম্পিউটার প্রোগ্রামার এবং মোটিভেশনাল লেখক ও বক্তা দুইটি দুই মেরুর অথচ কেন আমি বেছে নিলাম ?

এই পোস্টটা কয়েকজনের প্রশ্নের উত্তর :

আমি ষষ্ট শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত গণিতে পাশ মার্ক্স্ পাই-ই নাই। সেই আমি এসএসসি তে এ প্লাস পাই। আমি জানি আমার আম্মুর একবার মাথায় হাত বুলানো অথবা এক গ্লাস দুধ বা হরলিক্স নিয়ে এসে বলা " বেশ করে পড়,স্কুলের প্রথম এ প্লাস তোমাকেই পেতে হবে " আমার কাছে মোটিভেশন ছিলো।

সেই আমি আবার এইচ এস সি তে এ প্লাস পাওয়া পরিবার তথা নিজের মোটিভেশন কে ঘিরেই।

যখন কোনো জায়গায় চান্স পেলাম না তখন চারিদিক অন্ধকারে ডেকে গেলো। আমি হতাশায় নিমজ্জিত। লজ্জায় জর্জরিত। সব কিছু ছেড়ে চলে এলাম দেশ থেকে। আমি কোনো দিন বাইরে আসার কথা ভাবিও নাই। দেশে ভালো কিছু করার ইচ্ছে আমার ছোটবেলা থেকে। এই অন্ধকার সময়ে এই মোটিভেশন আমাকে ভেঙে পড়তে দেয় নি।

এখানে আসার পর যখন চার চারটা মাস ভাত-মাছ ছাড়া অনাহারে ছিলাম তখন এই মোটিভেশন হেল্প করছিলো। তখন মনে হত এইটাই জীবন,এই জীবনের কষ্টের সময় আছে। চলে আসলাম নিউ ইয়র্ক আমার প্রাণের শহরে। আহা এই শহরটা,প্রাণের শহর।

এখানে আসার পর আমার পড়াশুনা বন্ধ হয়ে গেলো। যে আমি একটা সাদা পেপার আর একটি কলম দিয়ে সারা জীবন পার করতে রাজী সেই আমায় পড়াশুনা নিজেই বাদ দিয়ে দিলো ?
আহা জীবন বড়ই নির্মম - মনে হতে লাগলো।  পড়ালেখা হচ্ছে না বলে দেশে চলে যাওয়ার ও চিন্তা করছি কিন্ত মনে হলো দেখি না কি হয়। সৃষ্টিকর্তার কাছে প্রতিদিন প্রার্থনা,আম্মুর হাজারো আহাজারি ও দোয়া আর নিজের প্রচেষ্টা আমাকে আবার পড়াশুনার পথ বের করে দিলো। যেদিন কলেজের শেষ ক্লাস করে আসলাম সেদিন মনে হতে লাগলো প্রতিটা নিঃশাস আজ আনন্দের।

এই সব ধাপে মোটিভেশন আমাকে এত শক্ত রেখেছে যে আমি আমার প্রফেসশনের পাশাপাশি মোটিভেশনকে বেছে নিয়েছি যেন সারা জীবনে কমপক্ষে একজন মানুষকে বুঝাতে পারি -এই জীবন অনেক সুন্দর আর দৃড় প্রতিজ্ঞা করলে সৃষ্টিকর্তা তা পূরণ করেন।

বি : দ্র : আমার মোটিভেশন হচ্ছেন আমার আম্মু।









No comments:

Post a Comment