Sunday, April 23, 2017

একটা পাঁচ সেকেন্ডের কাজ :

একটা পাঁচ সেকেন্ডের কাজ :

পাঁচ সেকেন্ডে মাকে বলতে পারি,এত দেরি করে খাচ্ছ কেন ?
পাঁচ সেকেন্ডে আমরা বোনকে/ভাইকে একটা চিমটা দিতে পারি।
পাঁচ সেকেন্ডে বাবাকে বলতে পারি,এই মাসের বিল দিতে আমি যাবো।
পাঁচ সেকেন্ডে আমরা বলতে পারি আজ আমি অনেক খুশি।
পাঁচ সেকেন্ডে আমরা বলতে পারি আজকের দিনটা অনেক সুন্দর।
পাঁচ সেকেন্ডে আমরা কাওকে বলতে পারি,আপনাকে আজ অনেক প্রাণবন্ত লাগছে।
পাঁচ সেকেন্ডে বন্ধুকে বলতে পারি,তুই আমার জীবনে আশীর্বাদ।
পাঁচ সেকেন্ডে স্ত্রীকে/গার্লফ্রেন্ডকে বলতে পারি,এই হাসিটা আর কেও দিতে পারে না।
পাঁচ সেকেন্ডে বলতে পারি,পাঁচ সেকেন্ডের একটা কাজ যদি দিন তথা জীবন সুন্দর করে দেয় তাহলে করবো না কেন ?




No comments:

Post a Comment