কিভাবে খুশি থাকা যায় ?
বেশির মানুষ দেখবেন - খাওয়া-দাওয়া-কাজ আর ঘুমের মধ্যে সীমাবদ্ধ।
আসলে কি তারা সুখী ?
না,তারা একগুঁয়ে হয়ে গেছে। তারা মনে করে এটাই জীবন। আপনি তত সময় জীবনকে আনন্দে ভাসাতে পারবেন না যত সময় মানুষের জন্য কিছু না করছেন।
মানুষের জন্য কিছু একটা করা তো কঠিন কাজ। হ্যা তা ঠিক। মানুষের জন্য কিছু করার সামর্থ আমার নেই.তো কিভাবে করবো ?
ধরুন,আপনি একজন শিক্ষক। মাস শেষে শুধু বেতন পাওয়ার কথা চিন্তা করেন তাহলে মানুষের জন্য কিচ্ছু করা হলো না। মনের মাঝে যদি ছেলেমেয়ে গুলোকে মানুষ করতে হবে এই বাসনা পোষণ করেন এবং সেই লক্ষে এগিয়ে যান তাহলে মানুষের জন্য কিছু করা হলো।
আপনি যখন রিকশায় করে যাচ্ছেন,অপেক্ষাকৃত উঁচু জায়গায় নেমে পড়ুন। পরিশ্রমী চাচাকে খানিকটা সাহায্য করেন। গন্তব্যে পৌঁছার পর বিশ টাকার জায়গায় ত্রিশ টাকা দিয়ে দেন। দশ টাকার নিয়মের বাইরে গিয়ে দেয়াটা মানুষের জন্য কিছু করা।
কিচ্ছু করতে না পারলে,মানুষের সাথে হাঁসি মুখে কথা বলুন। এরকম অনেক মানুষ আছে যারা অন্যের হাসি দেখে হাসতে শিখে। শুদ্ধ আচরণ করুন। অনেকে ভালো আচরণ পেয়ে ভালো আচরণের প্রতি আকৃষ্ট হয়ে যায় আর ভালো হওয়ার চেষ্টা করে। এইগুলোও মানুষের জন্য কিছু করা বুঝায়।
বেশির মানুষ দেখবেন - খাওয়া-দাওয়া-কাজ আর ঘুমের মধ্যে সীমাবদ্ধ।
আসলে কি তারা সুখী ?
না,তারা একগুঁয়ে হয়ে গেছে। তারা মনে করে এটাই জীবন। আপনি তত সময় জীবনকে আনন্দে ভাসাতে পারবেন না যত সময় মানুষের জন্য কিছু না করছেন।
মানুষের জন্য কিছু একটা করা তো কঠিন কাজ। হ্যা তা ঠিক। মানুষের জন্য কিছু করার সামর্থ আমার নেই.তো কিভাবে করবো ?
ধরুন,আপনি একজন শিক্ষক। মাস শেষে শুধু বেতন পাওয়ার কথা চিন্তা করেন তাহলে মানুষের জন্য কিচ্ছু করা হলো না। মনের মাঝে যদি ছেলেমেয়ে গুলোকে মানুষ করতে হবে এই বাসনা পোষণ করেন এবং সেই লক্ষে এগিয়ে যান তাহলে মানুষের জন্য কিছু করা হলো।
আপনি যখন রিকশায় করে যাচ্ছেন,অপেক্ষাকৃত উঁচু জায়গায় নেমে পড়ুন। পরিশ্রমী চাচাকে খানিকটা সাহায্য করেন। গন্তব্যে পৌঁছার পর বিশ টাকার জায়গায় ত্রিশ টাকা দিয়ে দেন। দশ টাকার নিয়মের বাইরে গিয়ে দেয়াটা মানুষের জন্য কিছু করা।
কিচ্ছু করতে না পারলে,মানুষের সাথে হাঁসি মুখে কথা বলুন। এরকম অনেক মানুষ আছে যারা অন্যের হাসি দেখে হাসতে শিখে। শুদ্ধ আচরণ করুন। অনেকে ভালো আচরণ পেয়ে ভালো আচরণের প্রতি আকৃষ্ট হয়ে যায় আর ভালো হওয়ার চেষ্টা করে। এইগুলোও মানুষের জন্য কিছু করা বুঝায়।
No comments:
Post a Comment