Saturday, April 8, 2017

ইংরেজীর দূর্বলতা ও দূরীকরণ - পার্ট -০২

কেন ইংলিশ শিখতে হবে তা জানতে হলে ক্লিক করুন এখানে 

👉https://www.facebook.com/hizburrahmanjibon/posts/1466832786670445

>>>>> চলুন পার্ট ২ এ জেনে নেই কিভাবে শিখবো ?



১।  ইংরেজী নিউজ দেখেন যারা এখনো ইন্টারনেটের আওতায় আসেন নি পুরোপুরি। **

২।  যারা ইন্টারনেটের সুবিধা ভোগ করছেন তারা ইংরেজী আর্টিকেল,নিউসপেপার,অনলাইন বুক,পিডিএফ পড়তে পারেন । পড়ার সময় একরকম সন্দেহ সন্দেহ ভাব নিয়ে পড়তে হবে। সন্দেহটা কী ? এই যেমন এই আর্টিকেলের নতুন নতুন শব্দ কোনগুলো। আরো ভালো হয় যদি আপনি শব্দগুলোর synonym and antonym and pronunciation ইন্টারনেট থেকে বের করে পড়েন। ********

৩। বন্ধুবান্ধবের সাথে অনর্গল কথা বলতে থাকুন। মানুষের হাসাহাসিতে কান দিবেন না। ভূল তো হবেই। *******

৪।  প্রচুর লিখবেন। লিখলে শব্দ জব্দ হয়ে যায়। ****

৫।  ইউটুবের টিউটোরিয়াল ভিডিওগুলো দেখতে পারেন রুটিন মাফিক। একদিন দেখলেন আর নেক্সট ভিডিও দেখলেন ১৫ দিন পর তা হবে না। 

৬।  সাবটাইটেল মুভি দেখতে পারেন। ভালো হয় যদি সাবটাইটেল ছাড়া দেখেন। *****

৭।  টেক্সট করার সময় ভাঙা ভাঙা ইংলিশ শব্দ ব্যবহার পরিহার করুন।  শব্দের বিকৃতি শব্দের সর্বনাশের সাথে সাথে আমরা আমাদের স্পেলিং স্কিল ও ধ্বংস করে দেই। ভালো হয় যদি সম্পূর্ণ বাক্য ইংলিশ এ লিখেন।  ***

৮।  ছোট ক্লাসের ছেলে মেয়েদেরকে পড়াতে পারেন। এটা অনেকটা ম্যাজিকের মত কাজ করে। **


নোট : এ মাত্র কয়েকটা। হাজারো পথ আছে। আপনি যেকোনো দুই একটা পথ বেছে নিয়ে খুব সহজে ইংলিশ 
শিখতে পারেন। 










No comments:

Post a Comment