মমতা
মায়ামহানুভবতা
মহিয়সী
মঙ্গল কামণাকারী
মেয়ে
মহিলা
মহৎ
মহান .....
এই গুলোই নিয়েই মা। প্রতিদিনই হোক মা দিবস।
মাকে সময় দিন।আমার মত ৮ হাজার মাইল দূরে থাকলে প্রতিদিন ফোন করেন। মায়ের সাথে হাসি তামাশা করেন। যত পারেন পঁচান। এতেই মা খুশি। খুব সহজে মায়েদের খুশি করা যায়। বিশ্বাস না হলে ,আজ ও এখন চেষ্টা করে দেখেন।
আর পারলে এই সহজ সরল মহিলাটাকে রত্নগর্ভা করেন আপনার ভালো কাজের মাধ্যমে।
No comments:
Post a Comment