একদিন এক নিকট আত্মীয়কে ফোন দিয়েছে ,কথা হচ্ছে ,কথা হচ্ছে আর কথার মধ্যে উনি বলে উঠলেন " তুমি তো আমিরিকান " ।
প্রথমত আমি তো আমেরিকান না,দ্বিতীয় তো আমি আমেরিকা থাকি বলে এটা আমার পরিচয় কখনো হতে পারে না। আমি আমার পরিচয়ের জন্য সকাল থেকে মধ্য রাত পর্যন্ত আমার রুটিনমাফিক কাজগুলো করে যাই।
এ এমন এক সময় যখন মানুষ নিজের পরিচয় নিয়ে চিন্তা করে। এই সময়ে মানুষ ভাবতে থাকে তার নামের পাশে পরিচয়দানকারী একটা বিশেষণ যোগ হবে। এই যেমন
আয়মান সাদিক,অনলাইন শিক্ষক।
ডক্টর চমক হাসান,শিক্ষক ও গবেষক।
মাহমুদুল হাসান সোহাগ,ফাউন্ডার রকমারি ডট কম ও উদ্ভাস কোচিং সেন্টার।
সাদাত হোসাইন,লেখক।
সাকিব-তামিম-মুশফিক-মাশরাফি,ক্রিকেটার।
এই যে নামের পেছনে এই পরিচয়গুলো এইগুলোর পেছনে দিন রাত বিলিয়ে দিতে হয়।
বি : দ্রঃ কে কোন দেশে আছে সেটা তার পরিচয় হতে পারে না। আর এটা নিয়ে আলাদা গর্বের ও কিছু নেই।
প্রথমত আমি তো আমেরিকান না,দ্বিতীয় তো আমি আমেরিকা থাকি বলে এটা আমার পরিচয় কখনো হতে পারে না। আমি আমার পরিচয়ের জন্য সকাল থেকে মধ্য রাত পর্যন্ত আমার রুটিনমাফিক কাজগুলো করে যাই।
এ এমন এক সময় যখন মানুষ নিজের পরিচয় নিয়ে চিন্তা করে। এই সময়ে মানুষ ভাবতে থাকে তার নামের পাশে পরিচয়দানকারী একটা বিশেষণ যোগ হবে। এই যেমন
আয়মান সাদিক,অনলাইন শিক্ষক।
ডক্টর চমক হাসান,শিক্ষক ও গবেষক।
মাহমুদুল হাসান সোহাগ,ফাউন্ডার রকমারি ডট কম ও উদ্ভাস কোচিং সেন্টার।
সাদাত হোসাইন,লেখক।
সাকিব-তামিম-মুশফিক-মাশরাফি,ক্রিকেটার।
এই যে নামের পেছনে এই পরিচয়গুলো এইগুলোর পেছনে দিন রাত বিলিয়ে দিতে হয়।
বি : দ্রঃ কে কোন দেশে আছে সেটা তার পরিচয় হতে পারে না। আর এটা নিয়ে আলাদা গর্বের ও কিছু নেই।
No comments:
Post a Comment