Friday, May 5, 2017

কথার মাঝে একটু খানি শব্দের পরিবর্তন আমাদের চারপাশকে সুন্দর করে দেয়।

কথার মাঝে একটু খানি শব্দের পরিবর্তন আমাদের চারপাশকে সুন্দর করে দেয়। 

এই যেমন : 

অশিক্ষিত/মূর্খ  এর পরিবর্তে অল্প-শিক্ষিত। 

গরিব এর পরিবর্তে কম-সৌভাগ্যবান। 

এই রিক্সা এর পরিবর্তে চাচা/মামা/ভাই। 

ছোট ছোট জিনিসগুলি পরিবর্তনে যদি অন্যকে খুশি রাখা যায় তাহলে একটু চেষ্টা করবো না কেন ? 

ব্রি : দ্র : কাউকে সম্মান দিলে শুধু যে তাকে সম্মান দেয়া হলো তা কিন্ত না,আপনি সম্মান দিতে জানেন সেটাও প্রকাশ পায়।  

No comments:

Post a Comment