খারাপ সময় কী করা ?
খারাপ সময় একটা পূর্ণাঙ্গ জীবনের জন্য খুব খুব দরকারী। যখন আমি চার চারটা মাস প্রায় পানি আর মাঝে মধ্যে ভাত-মাছ খেয়ে ওয়াশিংটনে থেকেছি তখন আমি এক সেকেন্ডের জন্য ও বিচলিত হয়নি। আমার শুধু মনে হয়েছে :
১। খারাপ সময় সাময়িক।
২। খারাপ সময় না আসলে ভালো সময়কে কিভাবে উপভোগ করবো ?
৩। খারাপ সময় আমাদেরকে শিক্ষা দেয়।
৪। খারাপ সময় তো জীবনেরই একটা পার্ট।
আমি খুব করে উপভোগ করেছি কিন্ত কারণ আমার কাছে নিঃশাস নেয়াই জীবন।
খারাপ সময় একটা পূর্ণাঙ্গ জীবনের জন্য খুব খুব দরকারী। যখন আমি চার চারটা মাস প্রায় পানি আর মাঝে মধ্যে ভাত-মাছ খেয়ে ওয়াশিংটনে থেকেছি তখন আমি এক সেকেন্ডের জন্য ও বিচলিত হয়নি। আমার শুধু মনে হয়েছে :
১। খারাপ সময় সাময়িক।
২। খারাপ সময় না আসলে ভালো সময়কে কিভাবে উপভোগ করবো ?
৩। খারাপ সময় আমাদেরকে শিক্ষা দেয়।
৪। খারাপ সময় তো জীবনেরই একটা পার্ট।
আমি খুব করে উপভোগ করেছি কিন্ত কারণ আমার কাছে নিঃশাস নেয়াই জীবন।
No comments:
Post a Comment