Tuesday, May 9, 2017

খারাপ সময় কী করা ?

খারাপ সময় কী করা ?

খারাপ সময় একটা পূর্ণাঙ্গ জীবনের জন্য খুব খুব দরকারী। যখন আমি চার চারটা মাস প্রায় পানি আর মাঝে মধ্যে ভাত-মাছ খেয়ে ওয়াশিংটনে থেকেছি তখন আমি এক সেকেন্ডের জন্য ও বিচলিত হয়নি। আমার শুধু মনে হয়েছে :


১।  খারাপ সময় সাময়িক।
২। খারাপ সময় না আসলে ভালো সময়কে কিভাবে উপভোগ করবো ?
৩।  খারাপ সময় আমাদেরকে শিক্ষা দেয়।
৪।  খারাপ সময় তো জীবনেরই একটা পার্ট।

আমি খুব করে উপভোগ করেছি কিন্ত কারণ আমার কাছে নিঃশাস নেয়াই জীবন। 

No comments:

Post a Comment