কি অবস্থা ?
>ভালো না।
কেন ?
>জানিনা ?
কোনো কারণ ছাড়াই ভালো না ?
>হ্যা ,জানিনা কেন জানি ভালো লাগে না কিচ্ছু।
ও আচ্ছা ,তাহলে এই রোগটার নাম "জানিনা-কেন-ভালো-লাগে-না "
> মনে হয়।
শুনুন তাহলে কেন আপনার ভালো না রোগে পেয়েছে।
> হ্যা বলুন ,দয়াকরে।
আপনার অনেক ফ্রি সময়,এই সময়গুলোকে কাজে লাগাচ্ছেন না।
আপনি অন্যের জন্য চিন্তা করেন না।
আপনি মানুষের জন্য কিছুই করার চিন্তা করছেন না ,এমনকি আপনি আপনার জন্য কিছু করার ও চিন্তা করেন না।
মানে আপনার এম্বিশন নেই,স্বপ্ন নেই,আশা নেই। .....
No comments:
Post a Comment