Thursday, August 18, 2016

জীবনজুড়ে আনন্দরা বাস করুক



এ প্লাস প্রাপ্তদের বলি জীবনের শুরু এইটা। প্রত্যেক সফলতার পর এইটাই ভাববে যে এইটা শেষ না। আর তোমরা যারা ভাবছো যে বড় ধরণের অসফল হয়ে আছো তাদেরকে অনেক কিছু শুনানোর আছে। যাইহোক ,কোনো বড় ধরণের পরীক্ষার ফল বের হলে আমার আনন্দের চেয়ে দুঃশ্চিন্তা বেশি হয়। এ প্লাস এর অত্যাচারে অতিষ্ট কোমলমতিরা । এ প্লাস না পেলে,পাবলিক ভার্সিটিতে চান্স না পেলে এরা বুঝি শেষ হয়ে গেল। সফল হতে হলে যে এ প্লাস পেতে হয়,পাবলিক ভার্সিটিতে চান্স পেতে হয় তা আর কেউ বিশ্বাস করুক আর না করুক অন্তত আমি মানি না। আমার দেখা অনেকেই প্রথম ব্রেঞ্চের হওয়া সত্ত্বেও সফলতার "স " ও দেখে নাই। আবার যে ছেলেটা ছিল পেছনের সারির ছিল  তার সফলতার গল্প সে শুনায় আজ । এরকম অনেকের সাথে পরিচয় আছে বৈকি। ভাবতে অবাক লাগে এই সেদিন আমি এ প্লাসের পেছনে দৌড়জাপ দিয়েছি। দেখতে দেখতে পাঁচ-পাঁচটা বছর চলে গেলো। এর মধ্যে অনেক মিথ্য বা ভূল ধারনা ঝরে পড়েছে।  আমি যারা এ প্লাস পেয়েছে তাদেরকে ছোট করছি বলে আবার মনে করবেন না। আমি তাদেরকে ছোট করতে চাই তাদেরকে যারা মানুষকে স্বপ্ন দেখায় না। যারা জীবনকে কয়েকটা বড় বড় পেপারের সমষ্টি ভাবে। আমার একটা দুর্বলতা কাজ কজে যারা সংগ্রাম করে বেঁচে থাকে কারণ এদের বেশির ভাগ একদিন অনেক বড় হয় -এদের মধ্যে এ প্লাসধারী সংগ্রামী হতে পারে আবার যে ২.৫ পেয়ে যে পাশ করেছে অথবা আরো বড় ধরণের বিপর্যস্তধারী হতে পারে। সংগ্রামী হতে হতে হবে। এবং এটাই সফলতার বদ্ধমূল। একজন মানুষ কত বড় হবে সেটা নির্ভর করে সে কত বড় স্বপ্ন দেখে তার উপর। আরো সুন্দর করে বলতে গেলে স্যার আব্দুল্লাহ আবু সাইয়ীদের "মানুষ তার স্বপ্নের সমান " কথাটা বলতে হয়। অসম্ভব সুন্দর কথা বলেছেন স্যার। স্যার যদি জানতেন এই কথাটা আমার কত প্রিয়। স্যার জানেন না এই একটা সুন্দর কথা কত জীবনের উন্নতির কারণ। ইতিহাস ও তাই বলে যারা স্বপ্নবাজ তারাই ইতিহাস জুড়ে। জীবন অসহ্য রকমের সুন্দর। এখানে বড় হওয়ার অনেক পথ আছে। এই পথগুলো শুধুমাত্র উৎসাহদিদের জন্য।জীবনজুড়ে আনন্দরা বাস করুক। .......

No comments:

Post a Comment