Sunday, August 7, 2016

বন্ধুরা



স্কুল :
একবার আমাদের মুনিম ফিক ফিক করে হাসতেছে আর ছোট ছোট ইটের টুকরা দিয়ে খেলা করছিলো।তখন আমরা সিক্স অথবা সেভেন এ পড়ি। সাইফুজ্জামান,ওহী,সায়েম,রুবেল সহ আরো অনেকে ছিল। খেলার ছলে কেমন করে যেন এক দোকানদারের শোকেসের আয়নাটা ভেঙে ফেললো। সে বুঝে নাই এমন কান্ড সে করবে। আয়নার ভাঙার পর সে কী মুখ। আহারে বেচারা। আমরা কি করলাম ,আমরা বিশাল এক সিদ্ধান্তে উপনীত হলাম এই বলে যে আমরা সবাই এই ভাঙা আয়নার ভার বহন করবো। পরবর্তীতে আয়নার কাহিনী কী ছিল তা ভূলে গেছি।

অষ্টম শ্রেণীতে এক বিশাল সংগ্রামী বৃদ্ধ লোক ভর্তি হলো। সে আমাদের সিরাজুচ্চা।বয়স আমাদের চেয়ে বেশি হলেও মহিলা টাইপ হওয়ায় পিচ্চিই লাগে।

রুবেল মিয়া থেকে আহমেদ রেজা হওয়ার জন্য সর্বপ্রথম যে প্রতিবাদ গড়ে তুলেন উনি আমাদের জাবেদ ওহী।
ওহী অসম্ভব মেধাবী আর বিনয়ী। ৪২০ দের  সর্দার ও সে। মুনলিট নাইট প্যারাগ্রাফ জিজ্ঞেস করলে উনি এখনো মুখস্ত বলতে পারবেন বলে বিশ্বাস করি।

রিপা,মিতালি,যীশু,অপু,ইমা - এরা ভুলে গেছে আজ।

সায়ীম তো আমাদের স্টাইল আইকন,বিশেষ করে আমার।

সাইফুজ্জামান ওরফে শিপলুচ্চার লেভেল এ আমরা কেউ ই যেতে পারবো না। উনার সব কাজ কারবার চল্লিশউর্ধের মানুষের সাথে।
কলেজ :
কলেজে গিয়ে পেলাম উজ্জ্বল ওরফে ভেরি কুল গাই। শাপলায় পরোটা খেতাম আর তার সব ব্যার্থ  প্রেমের গল্প শুনতাম। মেয়ে পটানো সে আজও শিখছে কিনা জানিনা।

পিনঙ্কুকে পেয়ে বুজলাম উহারা অন্য জাতের। তার সাথে তার বাড়ির পেছনে ঘুরাঘুরি করা।  মাসির হাতের হরেক রকম মিষ্টি-পিটা  খাওয়া ,তার সাথে তার বাড়িতে এক সাথে থাকা,রাত বারোটায় কলেজে গিয়ে পুস্প দেয়া শহীদ মিনারেসহ আরো কত কিছু।

আরাফাত এন্ড সাইদুর এই জুটি দেখে মনে হইলো এরা কোন জাতের। পিঙ্কু না হয় অন্য জাতের। সাইদুর পড়ুয়া আর আরাফাত বাস্তববাদী। আরাফাত অবশ্য চরমপন্থী কিনা জানিনা।

ফাহমিদা,রুমা,রুবা,নাজু,এনি এরা ভূলে গেছে আমাদেরকে।

আমেরিকা :
রিফাত ওরফে মাখন মিয়া। মাখন আমরা নাম দিয়েছি উনার মেধার জন্য। অসম্ভব মেধাবী।উনি ফেসবুকে মেয়েদের প্রোফাইল ঘুরে বেড়ান। এখনো একটাও জুটাতে পারেননি। লাগলে বলবা রিফাত।

জাবেদ ওরফে নোয়াখালীর পুলা,পুলা তো না যেন গোবরের গুলা।

মুরাদ কয়েকদিন এইজ গ্রাজুয়েট হলো। সহজ সরলতা তার বিশেষন।
সামাদ একমাত্র সিলেটি আবাল আমি পেয়েছি এখানে। সামাদ টাকা লাগবে বলছি,না বলেনি কখনো। অনেক বিপদে ছায়ার মতো।
বন্ধুরা তো ছায়াই।




No comments:

Post a Comment