আমি চিন্তা করি আজ থেকে দশ বছর পরের আমিকে
আমি ভাবতে থাকি আজ থেকে দশ বছর পরের অবস্থানকে
আমি চিন্তা করি আজ থেকে বিশ বছর পরের আমিকে
আমি কল্পনা করি আজ থেকে বিশ বছর পরের অর্জনকে
আমি চিন্তা করি আজ থেকে ত্রিরিশ বছর পরের আমিকে
আমি ভিবোর থাকি আজ থেকে ত্রিরিশ বছর পরের সৃষ্টিতে
আমি উদযাপনে থাকবো আমার গড়া জীবনে ।
আমি বেঁচে থাকি আমার স্বপ্নে আর
আমি দেখি আমি এক বিশাল সফটওয়্যার ইঞ্জিনিয়ার
আমি দেখি আমি এক বিশাল গল্প রাইটার
আমি দেখি আমি এক ক্ষুদ্রাকার
সমাজ সেবক।
আমি স্বপ্ন দেখি আমি বসবাস করবো মানুষে
আবার একদিন ডুবে যাবো মানুষে।
No comments:
Post a Comment