Saturday, August 6, 2016






আমি চিন্তা করি আজ থেকে দশ বছর পরের আমিকে
আমি ভাবতে থাকি আজ থেকে দশ বছর পরের অবস্থানকে
আমি চিন্তা করি আজ থেকে বিশ বছর পরের আমিকে
আমি কল্পনা করি  আজ থেকে বিশ বছর পরের অর্জনকে
আমি চিন্তা করি আজ থেকে ত্রিরিশ বছর পরের আমিকে
আমি ভিবোর থাকি আজ থেকে ত্রিরিশ বছর পরের সৃষ্টিতে
আমি উদযাপনে থাকবো আমার গড়া জীবনে ।
আমি বেঁচে থাকি আমার স্বপ্নে আর
আমি দেখি আমি এক বিশাল সফটওয়্যার ইঞ্জিনিয়ার
আমি দেখি  আমি এক বিশাল গল্প রাইটার
আমি দেখি আমি এক ক্ষুদ্রাকার
সমাজ সেবক।
আমি স্বপ্ন দেখি আমি বসবাস করবো মানুষে
আবার একদিন ডুবে যাবো মানুষে।








No comments:

Post a Comment