Tuesday, August 30, 2016

কালকে একজন টেক্সট করে বললেন এত কিছু থাকতে আপনি মোটিভেশন কে বেঁচে নিলেন কেন ?
এ উত্তর আগেই দিয়ে দিয়েছি -মানুষকে অনুপ্রাণিত করতে খুব ভালোবাসি। 
আরেকজন টেক্সট করছেন এই বিষয়টি উনার কাছে বোরিং টাইপের। আমি উত্তর দিলাম ধন্যবাদ আপনার ফিডব্যাকের জন্য। 
আসল কথায় আসি। আমার প্রথম বইটি ও মোটিভেশনাল ছিল যেখানে আমি তিনজন তরুনের জীবনের গল্পের মধ্যে দিয়ে লক্ষ্য হাজারো তরুণদেরকে একটা বার্তা দেয়ার চেষ্টা করেছি।দ্বিতীয় বইটিতে ও অনেক বার্তা আছে যা আমাদেরকে উৎসাহিত করে। খুব আনন্দের সাথে একটা জিনিস আবিষ্কার করলাম যে আমিই প্রথম যে কিনা মোটিভেশন কে কেন্দ্রবিন্দু করে বই লিখার চেষ্টা করছে,ভিডিও ও বানানোর চেষ্টায় লিপ্ত।সেটা কিভাবে বের করলাম ? আমি মোটিভেশনাল রাইটার ও স্পিকার হবো আর সেটা বই না পড়েই ? না সেটা হয়না। আমাকে  আগে জানতে হবে অনেক। তো নিজের দেশের বইগুলো সার্চ করতে গিয়ে দেখি এই লাইনের বই নাই। যে কয়জনের বই পেয়েছি তারা মিক্সড রাইটার,একছত্র মোটিভেশনাল রাইটার না।ইউটুবে ও ইন্ডিভিজুয়েল ভিডিও নেই ,আছে গ্রূপ ভিডিও যেখানে সফল লোকদের আনা হয় আর তারা  তাদের জীবনকাহিনী বলে যান। দুঃখ জনক হলেও সত্য আমি একমাত্র যে কিনা নিজে সফল না হয়েই সফলতা নিয়ে কথা বলতে চাচ্ছে বা বলছে ।  যাইহোক,আব্দুল্লাহ আবু সায়েদ স্যারের বইগুলোতে ইনস্পিরেশন আছে। উনার বই পড়ি। আজকেই তিনটা বই অনলাইন থেকে এসেছে। বিদেশে বসে বাংলা বই কিনা তো নয় যেন সোনা কেনা। তবুও কিনি। যে একছত্র ভাবে মোটিভেশন কে নিয়ে চিন্তা করছে সে আমি। আপনারা সব সাক্ষী। সাক্ষী ইন্টারনেট,সাক্ষী অতীত। 

No comments:

Post a Comment