Monday, August 29, 2016

আপনারা যারা ইউ টিউব ব্যবহার করেন তারা যদি ইউটিউব এ গিয়ে সার্চ করেন -"How to find out passion Bangladeshi speaker " লিখলে আমি সবার উপরে চলে আসবো।Bangladeshi speaker লিখতে ভুলবেন না। পেশাগত ভাবে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের দিকে ধাবমান কিন্তু এর পাশাপাশি মানুষের সাথে মিশতে বা কথা বলতে আমি খুবই ভালোবাসি।বিশেষ করে মানুষকে উৎসাহ দেয়া আমি প্রচন্ড রকম ভালোবাসি। উৎসাহ উদ্দীপনা মানুষের জীবন পাল্টায়। আমার চোখের সামনে কেউ ভালোর দিকে যাচ্ছে বা ভালোতে নিজেকে মিশিয়ে দিচ্ছে সেটার চেয়ে আরো সুন্দর দৃশ্য আমি খুঁজে পাই না।  আনাড়ীভাবে ভিডিওগুলো বানানু। ভিডিও গুলা যেহেতু প্রফেশনালি করতেছি না সে জন্য এত ভালো হচ্ছে বলে মনে হয় না।তবে কিছু দিনের মধ্যে সুন্দর কনটেন্ট নিয়ে ভিডিওকে আরো বেশি ভালো ভাবে তৈরী করার চেষ্টা করবো ইনশা আল্লাহ।  যেকোনো ভাবে একটা শুরু দরকার বিধায় শুরু করা । শুরু ছাড়া শেষ হয় কেমনে ?সাবস্ক্রাইব করলে আমি খুবই খুশি হই। আপনারা যারা এখানে আছেন সবাই আমার শুভাকাংখী। যদি 

No comments:

Post a Comment