নতুন সবসময়ই সুন্দর। আর পুরাতনে মানুষ হাঁপিয়ে উটে।মানুষ ব্যর্থতার হিসাব করে বেশি। বিষয়টা যেন এমন যে সব সময় সফল হতে হবে। বেচে আছি ,নতুন বছর শুরু করতে যাচ্ছি ,আগের ভূলগুলো আর হবে না -এমন সিদ্ধান্তে উপনীত হওয়াটা ও কিন্ত অনেক বড়।সর্বোপরি,ভালো-মন্দের সমষ্টি কিন্ত আমরা।হাসুন প্রাণ খুলে আর বিড় বিড় করে বলতে থাকুন.............."বেচে থাকাই অনেক আনন্দের"।
হ্যাপী নিউ ইয়ার।
হ্যাপী নিউ ইয়ার।