Thursday, December 31, 2015

হ্যাপী নিউ ইয়ার।

নতুন সবসময়ই সুন্দর। আর পুরাতনে মানুষ হাঁপিয়ে উটে।মানুষ ব্যর্থতার হিসাব করে বেশি। বিষয়টা যেন এমন যে সব সময় সফল হতে হবে। বেচে আছি ,নতুন বছর শুরু করতে যাচ্ছি ,আগের ভূলগুলো আর হবে না -এমন সিদ্ধান্তে উপনীত হওয়াটা ও কিন্ত অনেক বড়।সর্বোপরি,ভালো-মন্দের সমষ্টি কিন্ত আমরা।হাসুন প্রাণ খুলে আর বিড় বিড় করে বলতে থাকুন.............."বেচে থাকাই অনেক আনন্দের"।
হ্যাপী নিউ ইয়ার। 

Wednesday, December 30, 2015

Love the life you have................

 সব মানুষই ভালো মানুষ।কথা হচ্ছে আপনি কতটুকু ভালো ব্যবহার করছেন অন্যের সাথের সেটার উপর সব নির্ভর করে।হেসে হেসে কথা বলুন..
হাসতেই থাকবেন,এটাই তো চাই। পৃথিবী অনেক সুন্দর।অসম্ভব সুন্দর। 

Saturday, December 26, 2015


অসম্ভব সুন্দর "সত্য ''।এই ধরো অসহ্য রকমের। ধরে নেও বেহায়া টাইপের।...............

তুই

আমি পুড়ে যাই বা যা পুড়িয়েছে আমায় তা মনে করি আর লিখি।আমার অসফলতারগুলোর মধ্যে তোকে ধরে না রাখতে পারা অন্যতম।আজো ও অনুভুতিরা তোর্ জন্য মিছিল করে তবে আবার এরাই বলে উটে ''নিজের কাছে হারিস নে ''......................
হারলাম না,ছেড়ে দিলাম মুক্ত আঙ্গিনায়,
আর তুই তো বসবাস করিস আমার পার্থনায়। 

Friday, December 25, 2015

Love the human being

হ্যাপি ক্রিসমাস
হোক না মানবতার জয়।.......

Saturday, December 19, 2015

এই শহরের উপর সেই চাঁদ
সোডিয়ামের আলোয়
যা পড়ে আছে অবহেলায় ।
আমি কি করে ভূলে গেলাম ?
বাঁশঝাড় আর ওই পুকুরপাড় ,
মরিচিকাহীন রাতের রাস্তা
আর রাত জাগা পড়ার টেবিল।
ভাবি আর বুঝি,
চাঁদ একই হলেও
আমি আজ ভুগী।


খারাপ মানুষগুলো হাসতে জানে না। না হাসে নিজে,না হাসায় অন্যকে।

Thursday, December 17, 2015

সব সময় সফলতা না পাওয়া ভালো। এতে জীবনে একটা ছন্দ আসে। কিছু ব্যর্থতা জীবনের মোড় পাল্টে দেয়। আমরাই লক্ষ্য করি না। 

Tuesday, December 15, 2015

মাশরাফি

মাশরাফির জয় মানে সারা বাংলার ক্রিকেটের জয়।
বাংলা হোক ম্যাশময় 

বাংলাদেশ

অব্যক্ত একটা নাম "বাংলাদেশ"। চাইলেও বিশেষিত করতে যাই না। শেষ হবে না।
তবুও,
বিজয়ে আমার এই লাইনগুলি তোমার চরণে।
ধরনীর রমনী তুমি,
অভঙ্গুর জন্মভূমি,
তোমাকে ভেবে লিখা
অমৃত সুর গুলি,
আমাদেরকে যেন করে শিহরিত।
আর শত-সহস্র শতাব্দির পরে ও যেন
আমি-আমরা বলতে পারি,
ভালবাসি হে বিমুগ্ধ মাতৃভূমি।

Monday, December 14, 2015

....

অজ্ঞতা আমাদের মন-মস্তিষ্কের জন্য পাহাড় সমতুল্য। আমরা থেমে যাই,গোল্লায় যাই এই পাহাড়ের জন্যই।

Sunday, December 13, 2015

এইডস ও ভালবাসা

এক সাথে থাকলে,খেলে,আড্ডা দিলে,মনের কথা শেয়ার করলে এইডস ও ভালবাসা হয় না। 

Friday, December 11, 2015

আমি দেখি

সকালগুলো সূর্যোদয় ছাড়াই
আবার এখানে সূর্যাস্ত ছাড়া সন্ধ্যা
গভীর অন্ধকারে আমি দেখি
আমার আমিত্ব আর মায়া। 

Wednesday, December 9, 2015

.....

মন খারাপ উদযাপন,
আনন্দকে করে অত্যাচার।
আমি মিশে গেছি খুব সম্ভব,
ওই দূরের বোবাদের দলে।

Tuesday, December 8, 2015

My Book lesson 1+2

সব কিছুরই একটা নির্দিষ্ট সময় আছে। যেমন বিয়ে,পড়াশুনা,এবং স্বপ্ন দেখার।  

Thursday, December 3, 2015

তুমিই পারবে

যেখানে মৃত্যুর মত নিকট সত্য এক নিশ্চিত পরিনতি নিয়ে আমরা সবাই এগিয়ে যাচ্ছি ,সেখানে শেষ হওয়ার ভয় কেন তোমাকে আকড়ে ধরবে। আসল কথা হচ্ছে,তোমাকে কেও হারাতে পারবে না যতক্ষণ তুমি তোমার কাছে না হারো।তোমার তিলগুলো তালে পরিনত হোক........এই প্রত্যাশায় আমি।

Tuesday, December 1, 2015

এক চাষার গল্প

এক চাষার গল্প বলি.......
একদা এক চাষী চেয়েছিলো তার অনেক জমি হবে।তো একদিন কে একজন বলেছিলো ,এইখান থেকে তুমি যত দূর দৌড়ে হেটে আসবে ততখানি জায়গা তোমার হয়ে যাবে। বেচারা গরীব চাষী,দৌড়ে যাচ্ছে তো যাচ্ছেই। ফেরার নামগন্ধ নেই।দীর্ঘ পথ যাওয়ার পর মনে পড়লো ফিরে যাওয়ার কথা। যখন ফিরে আসলো ততক্ষণে তার আয়ু নাকের ডগায়। মারা গেলো ধপকরে পড়ে। জায়গা সে পেয়েছিল তবে তা মাত্র ৬ ফুট।চাষী অনেক লম্বা ছিল।

আমরা

আমরা আসলে একটু একটু করে বড় হই,বড় হওয়ার শেষ নেই। হয়তো আকাশ সমান।দুনিয়ায় অসীম ক্ষমতা নিয়ে কেউ জন্মায়  না ,মৃত্যু হয় অসীম ক্ষমতা নিয়ে। জন্মে,মহাপুরুষদের পরিচয় মেলে না।জন্ম,কাপুরুষ আর মহাপুরুষের সমান রকমেরই।মহাপুরুষদের মৃত্যু ভয়ানক ধরনের আনন্দের।

শুরু

শুরু আমরা করতে ভয় পাই। আর একই শুরু যখন অন্য কেউ করে তখন মনে হয় এটাই তো আমার করার কথা ছিল। এক ভিক্ষুক আপনার বাসে বা ট্রেনে উটলো,ভিক্ষা চাইছে তো চেয়েই যাচ্ছে,কেউ এক টাকা দেয় না। ভিক্ষুক বেচারা হাফছাড়া। আর মিললোনা কানাকড়িও এই বাসে। না মোড় পাল্টে দিয়েছে বড় মনের এক মহামানব। সে কী করছে ? এক টাকার এক নোট দিয়ে দিল ভিক্ষুককে। আসল সত্যি কী জানেন ? অন্য আরো কয়েকজন ও টাকা দিতে শুরু করে দিল।শুরুর এত ভয় কিসের ? যেই একজন শুরু করছে অন্যরা ও...... ....
এমন হয় কিনা ?

Monday, November 30, 2015

About Me

অদ্ভূত অদ্ভূত স্বপ দেখি।লেখালেখি করি ছুটির দিনে;কখনো রাত জেগে। প্রোগ্রামিং-এ এক জটিল মায়া আছে। অসম্ভব সিরিয়াস মানুষ হলেও,আমি কিন্ত মানুষকে হাঁসাতে পারি। 

Friday, November 27, 2015

ধরে নিন,আপনি ১০ মাইল হাটবেন এবং হাটলে পরে আপনি আপনার গন্তব্যে পৌছবেন। কখনই ১০মাইল মাথায় রাখবেন না।১ মাইল করে চিন্তা করেন আর গন্তব্যে পৌছার আগে আমার শুভ কামনা রইলো কারণ আমি জানি আপনি পৌছেই গেছেন  .......আপনার গন্তব্যে গিয়ে দেখবেন আপনার শরীরের ঘামরাশি সৌরভ ছড়াচ্ছে। 

Tuesday, November 24, 2015

ইচ্ছে

পাঞ্জাবি পরতে খুব ইচ্ছে হয়
ইচ্ছে তো হয় দুইটা চিকন ফিতার
ফুটয়ার পরি
মাইনাস ডিগ্রীতে ফুটয়ারের
স্বপ্ন আমার ধুলিমাখা
 আর প্রফেশনাল এই শহরে
পাঞ্জাবি আমার আশার ছায়া
ছায়াগুলো মায়া পর্যন্ত পৌছে না
মনে হয় এই জন্য আমি পারিনা। 

Sunday, November 22, 2015

বিশ্বাস বড় অদ্ভুত একটা ব্যাপার যা ভাঙ্গার আগ পর্যন্ত করে যেতে হয়।
 এক অদ্ভুত জটিল মায়ার ফলাফল। 

Tuesday, November 17, 2015

We human are wha..............t

"সন্ধ্যা"আমার কাছে ভয়ংকর লাগে। মনে হয় এই বুঝি সব শেষ হয়ে গেল। এই বুঝি কোনো কিছুর মৃত্যু হতে যাচ্ছে। 
আবার দিনের প্রখর আলো ও অসহ্য লাগে। মনে হয় দিনের আলোতে প্রত্যাশা আর প্রাপ্তি চেপে বসে ঘাড়ের উপর। এই আলোর পৃথিবীর মানুষগুলোকে বড় অসহায় মনে হয়। 

Monday, November 16, 2015

অতি উত্তম আচরণ করেন। উত্তম আচরণে পশু ও বন্ধুতে পরিণত হয়।
Treat people nicely.Don't you notice your pet animal,it has been become your friend just because you treated it nicely.

Sunday, November 15, 2015

আমরা যা করি তা ফিরে আসে।ভালোগুলো ভালো হয়ে আর মন্দগুলো...
অসম্ভব সুন্দর পৃথিবীতে,আমরা কেন অসুন্দর হবো ?

Willpower is power.

অনেক পেছনের একজন আজকের আপনাকে অতিক্রম করে ফেলবে।
আপনি যা ২০ বছরে করবেন সে ২ বছরে করে দেখাবে।
সময়কে ব্যবহার করেন। ............
যে আজকে সামনে তার পেছনে যান,দেখবেন সময়কে চাবিয়ে কিভাবে গিলেছিলো। Click to more

Saturday, November 14, 2015

মেয়ে! মানুষের কষ্ট বেশি দিন থাকে নাকি
থাকে ক্ষতচিহ্ন খানি
 এই যে তোমার জন্য এক সময়য়ের পাগল আমি
ভুলে গেছি আজ আমি সবি।
আমার অনুভূতিরা আজ একছত্র
জমিয়ে রেখেছি অন্য এক
রাজকুমারীর সুন্দর হাসির জন্য।


Friday, November 6, 2015

খুব সম্ভব মানুষ যখন তার নিজের সাথের কমিটমেন্টটা ভেঙ্গে ফেলে তখন সে বেশি কষ্ট পায়।
এই যেমন,মিথ্যা কথা আর বলবো না ,তারপরও বলে ফেলে। .............................................

Saturday, October 31, 2015

Poem of the soul

আমি দিনগুলো বিক্রি করি স্বপ্নের দামে 
আমি প্রতিদিনই এই প্রতিধ্বনি শুনি 
আমার ঝরে যাওয়া ঘামে 
আমার সম্ভবনাগুলোকে বিক্রি করি 
আমার মনোশক্তির দামে 
আমি মিথ্যা বলি নিজের সাথে 
বলি এই তো হচ্ছে সবই 
পরক্ষণে আমি দেখি 
ধু ধু চুরাবালির মরুভূমি 
আমি ভয়ংকর রকমের 
স্বপ্নবিলাসী মানুষ 
আমার পথের অন্ত নেই 
তবুও কেন আমি 
থেমে যাই মাঝপথের মরিচিকায় 
থেমে যাওয়া আমার ধর্মে
আমার নিরন্তর কর্মে 
আমার আমিত্বের বৃত্তে 
নেই নেই নেই। ..

Monday, October 26, 2015

HIZBUR RAHMAN JIBON

My beloved Bengal My Bengal of Gold, I love you.


Forever your skies, Your air set my heart in tune As if it were a flute.


In spring, O mother mine, The fragrance from your mango groves Makes me wild with joy, Ah, what a thrill!
In autumn, O mother mine, In the full blossomed paddy fields I have seen spread all over sweet smiles.


Ah, what a beauty, what shades, What an affection, and what a tenderness!
What a quilt have you spread At the feet of banyan trees And along the banks of rivers!


O mother mine, words from your lips Are like nectar to my ears. Ah, what a thrill!
If sadness, O mother mine, Casts a gloom on your face, My eyes are filled with tears!


National Anthem Of Bangladesh Done ByJibon
সেই পাতা ঝরা সকাল থেকে
আনমনে অযত্নে
বিষন্ন অলস দুপরে
আমি অনন্ত কালে
ডুবে থাকি নিমঘ্নে
জীবনের হিসাব মিলাতে যাই না
হিসাব বড়ই জটিল আর ঘোলাটে
আমি তো চাই একখানি দুপুর
তার উপর খা খা রুদ্রের পুকুর
আমি তো চাই স্নিগ্ধ সকাল
তার উপর ঝরা পাতার শব্দ
বসে থাকা আমি; তোমার স্পর্শ অব্দ
সময় তো জীবনেরই জন্য
জীবন সময়ের জন্য নয়
তাহলে কিসের এত ভয়
আজকাল হেরে যাওয়ার ভয়
ভূতের মত চেপে বসেছে
আমাকে নিয়ে গেছে
সময়ের যাতাকলে
 

Sunday, October 25, 2015

মেধা মানুষকে বড় করে না,করে স্বপ্ন আর ইচ্ছা।

Wednesday, October 21, 2015

An eassy for Class........



Type of writing: Essay
Question: Nowadays, food has become easier to prepare. Has this change improved the way people live?
Food is one the most important basic need we care. In other sense, we people are struggling for food. We work for food, we are concern about saving food. Once we make sure our food we need; we feel free to live.
The change we see in preparing food, has changed our way of living definitely. People who used to make food spending hours after hours, are astonished when they see today’s fastest way of making foods. Some also dislike this way because they don’t taste good as like the previous food used to be. However, the way people live, has been changed in this modern era. People do not have to be worry about making food because it takes couples minutes to prepare foods by different sorts of modern machines.
One who does not know how to cook, is not worry to prepare food. They can simply google it or search on YouTube that how to cook that particular food.
Technology is like a blessing in our day to day life. We can order any food sitting in home to any restaurant nowadays. Our food will be to us within couples of minutes.
In most of institutions like schools, colleges and offices have their refrigerator what contains different kind of quick food that we could easily prepare.
In conclusion I could say confidently that the preparation of making food, has changed our life dramatically.

Monday, October 19, 2015

Dare to be confident......

Confidence is a tool you can use in your everyday life to do all kinds of cool stuff, not least to stop second-guessing yourself, manage your fears and become able to do more of the things that really matter to you.
But not many people realise that their self-confidence works just like a muscle – it grows in response to the level of performance required of it.  Either you use it or you lose it.  That’s why I’ve given you 63 ways to grow your confidence so that you can become a giant.

  1. Learning is a Good Thing, so sign up for that evening class and enjoy it.
  2. Get out of your own head by asking your partner or best friend what you can do for them today.
  3. Hit the gym.  The physiological effects will leave you feeling great.
  4. Go to a networking event and focus on how you can be helpful to other people rather than being nervous about your own stuff.
  5. Get crystal clear on the things that truly matter to you.  If they’re not in your life, you need to bring them in.
  6. Write a list of the things you’re tolerating and putting up with in your life, then write down how you can remove, minimise or diminish each one.
  7. Look at a great win or success you’ve experienced and give yourself credit for your part in it.  Recognising your achievements is not egotistical, it’s healthy.
  8. Next time you’re at a social event, don’t just stick with the people you know – go and have a conversation with someone you don’t know and you never know what – or who – you’ll discover.
  9. Next time you talk yourself out of doing something (a party invite, a challenging project or whatever else), say ‘What the Hell’ and go do it anyway.
  10. Do one thing each day that makes you smile (on the inside or on the outside).
  11. Look for the patterns of thought that take you to a place where you start second-guessing or over-thinking.  Now imagine that your best friend went through exactly the same thought process and ended up holding themselves back – what would you want to say to them?
  12. Ask out that girl or guy you fancy the pants off (only if you’re single, don’t want to get you into trouble).
  13. You have to keep your mind well fed, so write a list of 20 things that keeps your mind feeling nourished and make sure you’re giving them room in your life.
  14. Stop playing different roles and squeezing yourself into boxes based on what you think people expect you to act like.
  15. Learn to catch yourself every single time you tell yourself that you can’t have, won’t get or aren’t good enough to get what you want.
  16. Take yourself off auto-pilot – make deliberate decisions on what really matters to you.
  17. Next time you come up against a risk or a challenge, listen to what you tell yourself and look for a way that that inner dialog can be improved.  Ask yourself, “What would make this easier?”
  18. Scared of looking silly? You and everyone else.  It’s no biggie so don’t let it stop you.  Say it with me – “It just doesn’t matter.
  19. Don’t think for a second that you can’t be confident.  There are already loads of things you do with natural self-confidence, you just have to notice them and get familiar with how it feels.  Look for the things you do where the question of whether you’re confident enough never arises.
  20. Listen to your doubts but be ready to make deliberate decisions once you’ve heard them.  Sometimes your doubts are there to let you know what you need to prepare for, so you can use them to your benefit as you move forwards.
  21. Think of a time when it felt like a whole bank of switches in your head flicked to the on position and you were firing on all cylinders.  What were you doing and what’s the reason it felt so great?
  22. You’ve got a whole bunch of out-dated rules that determine what you do, don’t do, should do and shouldn’t do.  These rules limit your thinking and limit your behaviour.  Tear up your rule book and notice how free you are to make great decisions.
  23. Do you get annoyed with yourself because you didn’t make the most of something or stepped back form an opportunity?  Don’t beat yourself up because that’s just going to make you feel worse.  Instead, be brutally honest and ask yourself what you gained from the situation and what you lost out on.  Based on this win/lose balance, what’s a different choice you can make next time?
  24. If you’d already done everything in life you’d have no need to be scared.  Don’t ever think that being scared means you’re not confident, it simply means you’re going somewhere new.
  25. If there’s someone in your life who puts you down or makes you feel small, you owe it to yourself to let them know that you expect something different from now on.  You deserve better.
  26. Flirt.  It’s a harmless way to play around with connecting with people and having fun.
  27. Reveal a little bit of the real you in a relationship that might feel like it’s in a rut.
  28. Acknowledge and welcome all of your experiences – the good stuff as well as the bad stuff.  It’s all equally valid and hiding things away because you don’t like them is just creating conflict.
  29. Always recognise that you’re more than a match for any situation you might find yourself in, no matter how tough the going gets.
  30. Don’t get swept up in the drama of what’s happening right now, look for more useful ways of engaging with what happens in your life.
  31. Don’t automatically give in to the instant pay-off – it often means you’re selling yourself short.
  32. When you feel like stamping your foot and yelling “I deserve better than this!”, take a step back and say “I can BE better than this.
  33. Confidence sometimes means admitting you’re wrong – always be ready to hold your hands up and change your mind.
  34. Trust your instincts.  They know what they’re talking about.
  35. Fear is a way of letting you know that you’re about to stretch yourself and grow your confidence.  That’s a good thing, so use it to take yourself forwards rather than run away.
  36. Imagine you’re visited by a successful, confident, attractive and vibrant version of you from the future, a version of you who’s everything you hope to be.  What do they want to tell you?
  37. Don’t feel like you have to do everything yourself – sometimes the most confident thing to do is ask for help.
  38. Take a chance on something tomorrow.  Anything, big or small, just take a chance.
  39. You need to be around people who make you feel like YOU, so spend more time with the people who support and encourage you and less with those who undermine you.
  40. Stop struggling against the things you don’t like in your life – create a congruent environment around you that flows and allows you to be you.
  41. No man’s an island, and you need to be a part of the world you around to feel confident.  What can you participate in that’s important to you?
  42. Forget the pro’s and con’s – do something bold in the face of your challenges and fears.
  43. Work on developing the skills you need to win at the things that matter to you.  What can you practice that would radically improve your chances of winning?
  44. The body is a mirror for the mind, so shifting your body into a confident state can have surprising results.
  45. Don’t get disheartened or demotivated when you get to 90% with something you’re working on – push through and you’ll see that the last 10% is where the magic happens.
  46. Keep comparing yourself to others?  Stop it, don’t try to validate yourself through comparison – you’re just peachy as you are.
  47. Put your head above the parapet at work and speak up if there’s something you think could be improved or if you have an idea you think has legs.
  48. If there’s something you’ve been struggling to understand for a while, stop trying to understand it.  Accept it just as it is, fully and wholly.
  49. Shy with new people?  Not a problem, there’s nothing wrong with being shy and it doesn’t mean you’re not confident.  Just don’t overthink it, start beating yourself up or thinking you’re less than because you’re shy – the more you think like that the worse it gets.
  50. Your environment directly impacts your self-perception, so if you’re surrounded by clutter, paperwork and rubbish put a morning aside to clean up your stuff and get organised.
  51. Write yourself a list of the amazing things you’d love to do in your life, and make a start by simply looking into the first one or two things that leap out at you.
  52. Don’t make your happiness or self-worth dependent on being in a relationship or being validated by someone else.  Find your inherent value first, and your relationships and confidence will be immeasurably better.
  53. Your strengths can be used to overcome any of your weaknesses.  We all have weaknesses but they only undermine your confidence if you let them.
  54. The longer you leave that big thing on your to-do list the more it’ll drain you and the bigger it’ll seem – get it done and free yourself up.
  55. What golden threads, themes, patterns and passions have always been in your life?  If those things aren’t present in your life right now, you need to shift your priorities.
  56. Your body image does matter, because if you have a bad relationship with your body you won’t be feeling confident in yourself.  Get trim if you need to, just make sure you get along with your body.
  57. Being confident is an ongoing process.  It isn’t a goal or an end-point that you reach and then stop.  Keep playing to the best of your ability and your confidence will always be there to support you.
  58. Try a new path.  The well-trodden paths of your life can easily turn from familiarity to apathy and disconnection.  A new path wakes you up.
  59. Don’t say “Yes” to taking on a task simply because you don’t want to rock the boat – you can politely decline requests you can’t meet and don’t need to create an excuse for it.
  60. Look at the people you respect who seem confident – don’t copy them, but identify what it is they do differently that conveys confidence and what you can learn from it.
  61. Make a plan to do something, then make deliberate choices to follow through.  Seeing progress gives you important self-reinforcement.
  62. When you feel yourself focusing inwards and becoming paralysed with doubt or fear, switch to focusing outwards at what you can engage and interact with.
  63. Still beating yourself up for failing or screwing up? It might not be a barrel of laughs but it’s not going to help you get through it.  Much better to recognise that everything, whether it turns out or not, is how you practice living a rich life.

Sunday, October 18, 2015

আমার পাওয়া সকল ভালো শিক্ষকদের মাঝে অন্যতম এবং এখন পর্যন্ত সর্বোত্তম শিক্ষক হচ্ছেন অজোপাড়ার এক মহাপুরুষ। সকল শিক্ষকই একেকজন মহাপুরুষ বলে আমি মনে করি। উনার সবচেয়ে সুন্দর ও আকর্ষনীয় দিক হচ্ছে উনি অসম্ভব সৎ আর দায়িত্বপরায়ন যা আকর্ষণ করার মতই। আমাকে জীবন ডাকবেন না উনি কারণ নামটার  ভাবগম্বির্জতা তেমন একটা নেই- এটাই বুজতে পারলাম। উনি হিজবুর ডাকতেন। ক্লাসের ঘন্টা যাচ্ছে তো কি হইছে ? ছুটির ঘন্টার অর্ধেক সময় উনি যোগ করে নিবেন। বার বার হাতের ঘড়ি দেখা শিক্ষকরা উনার কাছে অনেকটা শ্রীহীন। ইংরেজি শিক্ষা দিতেন মস্তিস্ক ভেদ করে গিয়ে শিরা উপশিরায় ডুকে যাওযার মত ।
সহজে সরলে এরাই জয়ী আর আমরা ইটপাথরে স্বপ্ন দেখি। 
উনি জায়ফর নগর উচ্চ বিদ্যালয়ের নীল্ কান্ত বৈদ।  মন্টু স্যার বলে অধিক পরিচিত। 

Tuesday, October 13, 2015

#আমার সম্পর্কে বলার মত তেমন কিছুই নেই। খুব মনেপ্রাণে একটা জিনিসই লালন করি;আমি যেন কারো ক্ষতির কারণ না হই।

#অন্ধকার আমি ভয় পাই না,আলোর পৃথিবীর বেশির ভাগই বাসিন্দা অন্ধকারে ছিল। 
#শিকড় ধরে রেখে বদলে যাওযার পক্ষে আমি। 
#ভালবাসা,শ্রদ্ধা আর সততায় জীবন ও সম্পর্ক এক বিশেষ গতিময়তা পায় বলে বিশ্বাস করি। 
#আর বিশ্বাস করি......অনেক কিছুই।...................

Monday, October 12, 2015

সাদাকালোতে আমি রঙ্গিন। 
নই আমি কারো অধীন 
আমি আমাতে স্বাধীন 
ঘোর অন্ধকারে আমি সাহসী 
একরোখা এক নবীন 
..........

ভবঘুর অন্তরে 
খুঁজে ফিরো আমারে 
এই অনুযোগ প্রতিক্ষণে 
আজ তুমি পাবে 
আজ আমি ধরা দেবে 
তোমার বাহুডুরে।..............


Saturday, October 10, 2015

অধিকাংশ খারাপ মানুষ এক সময় ভালো হয় আর খুব কম ভালো মানুষ খারাপ মানুষে পরিনত হয়।

Tuesday, October 6, 2015

আমার পার্থনায়
আমার ভাবনায়
আমার কল্পনায়
আমার জল্পনায়
আমার দিনমানে
আমার কোলাহলে
আমার সারাদিনে
আমার ঘুমের মাঝে
আমার একান্তে
আমার অজান্তে
আমার বাস্তবে
খুকী তুই এভাবে
না আসলে হয় না বারেবারে।

Sunday, October 4, 2015

খারাপ কাজ করার জন্য ভালো মানুষগুলোর অনেক বেশি সাহসের দরকার হয়। শেষ পর্যন্ত পারেই না...... ..
Friends are like what.....I don't know ...hu ha ha ha ha
Everyone Has a Story in Life
A 24 year old boy seeing out from the train’s window shouted…
“Dad, look the trees are going behind!”
Dad smiled and a young couple sitting nearby, looked at the 24 year old’s childish behavior with pity, suddenly he again exclaimed…
“Dad, look the clouds are running with us!”
The couple couldn’t resist and said to the old man…
“Why don’t you take your son to a good doctor?”The old man smiled and said…“I did and we are just coming from the hospital, my son was blind from birth, he just got his eyes today.
Every single person on the planet has a story. Don’t judge people before you truly know them. The truth might surprise you.

Saturday, October 3, 2015

Miss the loved one

People were doing fun and with this;they are actually making money.It's not bad though.It's a art to make others laugh and entertained.Click here
 
You have to find happiness in every aspect of life. If you say later, this "later" will never be later .Today is your part of life too.

Friday, October 2, 2015

You opened the door to shine my life
in a long road to hold the hand side by side
take my hand, take my whole life too
for I can't help falling in love with you
My way of life will define me.All I could do I could do make my way nice as much as I can.To spotlight myself I can't stop you.
Here are some sentences to make your life happy 
  1.  Don't start with profundities. ...
  2.  Do let the sun go down on anger. ...
  3.  Fake it till you feel it. ...
  4.  Realize that anything worth doing is worth doing badly. ...
  5.  Don't treat the blues with a “treat.” ...
  6.  Buy some happiness. ...
  7. Don't insist on the best. ...
  8.  Exercise to boost energy.
  9. Start believing in yourself.
Respect all,trust few.

Thursday, October 1, 2015

At least once a week,can't we open the holy Quran?
It keeps you from forgetting the recitation you learned in your very first time.

Wednesday, September 30, 2015

সময় কথা বলে যখন আমরা কথা বলাই। 
ইন্ডিয়া ডিজিটাল হবে তো আমাদের এতো আল্লাদি না দেখাইলেই নই কি ? কেও কেও প্রোফাইল পিক এ সেটা ধারণ করছেন। যে দেশে আছেন সে দেশ নিয়ে ভাবুন আল্লাদি ভাইবোনেরা। এরা কী চায় ? দেশে এখন দুই প্রন্থী ১)পাকিস্তান আর ২) ভারত -তাহলে বাংলাদেশ প্রন্থী কারা ?

Monday, September 28, 2015


এই শুনো,তুমি শুনতে পাচ্ছো কি  ?
রাতেরগুলো গুনতে পাচ্ছো কি ?
এই তোমার-আমার এক মলাটের রাত
আর শিশির ভেজা ছুয়ে দিলে হাত
যে পথে হেটে যাও,কখনো থেমে যাও
আসলে ভুলে যাও,কী পেতে চাও ?
তুমি ও আমাকে যে কোনো পোশাকে
ভালোবেসে ফেলে মুখ লুকাও
যদি রেখে দিতে পারো,থেকে যেতে পারি
ফিরে যেতে দিও না।
যত কাছাকাছি কাছে থাকা যায়
যদি একটা দুটো ইচ্ছে রাখা যায়
তুমি ঘাসের যেই ফেলছো পা
আমার অন্য কিছু ভালো লাগছে না।

তারা উপর 

Sunday, September 27, 2015

আজকাল মাটির গান শুনি। ইটপাথরে প্রাণ আছে ?


Friday, September 25, 2015

দুনিয়াটা ততো বড় যত বড় আপনার চিন্তার জগৎ। 

Wednesday, September 23, 2015

কোরবানী যেন লোক দেখানো না হয়,হয় না যেন শরীয়ত বিরোধী।
ঈদ মোবারক। .......

Tuesday, September 22, 2015

তোর পালা শেষ হলো কিন্ত পাওনাটা রয়ে গেল। 

Monday, September 21, 2015

আমার সকাল শুরুই হত তোকে চুমু দিয়ে
আমি জানালার পাশে বসতাম তোকেই ভেবে
আমার কবিতারা হত তোকেই নিয়ে
আমার দিনের শেষে,রাতের কোলে ঢলে পড়তাম
তর স্পর্শ নিয়েই।
তোকে নিয়ে কাড়াকাড়িতে,ছিল হইতো বাড়াবাড়ি
দেখলি না খুকি ছিল ভালবাসা কতখানি।




Saturday, September 19, 2015

অনৈতিক শিক্ষিত;ভয়ংকর মূর্খের চেয়ে ও ভয়ংকর। 

Thursday, September 17, 2015

ট্রেনে যেতে হয় কলেজে। ম্যানহাটন এ যেতে লাগে প্রায় এক ঘন্টা। এই এক ঘন্টায় কত কিছিমের মানুষ উটে ট্রেনে তার হিসাব কে ই রাখে। একটা জিনিস নজর কাড়ে।না সেটা সাদা চামড়ার মেয়ে না আবার। সেটা কী তাহলে ? বই পড়া। কেউ বসে ,কেউ দাড়িয়ে বই পড়তেই আছে। এদের বই পড়া দেখে মনে হয় অনেক কিছুই। সবই ইতিবাচক। মনে হয় এই যেমন,এরা মিথ্যা কথা কম বলে ,এরা মানুষকে টকায় না আর এদের ধর্ম আমার জানার দরকার নাই। । এদের নতুন একটা ধর্ম আছে। মানবতা। বই পরে মানুষ খারাপ করতে পারে না।  নামাজের পর শান্তির কোনো কিছু থাকলে আমি বলবো বই পরা
বি:দ্র: আমি কোনো ধর্মকে ছোট করি নি,আমি নিজে ইসলাম ধর্মের অনুসারী।

Wednesday, September 16, 2015

টাকা তো কাগজেরই টুকরা।

Sunday, September 6, 2015

কবিতা কী বলে ? গান কী শুনায় ? লেখনী কী শিক্ষা দেয় ? এর উত্তর অনেক বড়।অনেক ছোট করে বলতে গেলে,
আমাদের ৪৭,৫২,৬৯ এবং সর্বশেষ ৭১-এ  কবিতা ,গান আর লেখনীর বিরাট একটা ভূমিকা ছিল। 

Wednesday, September 2, 2015

সমীকরণগুলো বাস্তানুপাতিকে কাজ করে আজকাল। আমি চাই চাওয়াগুলো মিশে একাকার হয়ে যাক মধ্যবিন্দুতে। আসলে জীবনই এমন যে মিশবে না,ছড়াবে আর ছড়িয়ে যেতে থাকবে।যাক দেখি কতদূর। ..............
 পরিশ্রম করে অর্জিত জিনিসগুলো অর্জন করো। সার্থকতা আছে,আছে দীর্ঘস্থায়িতা।
আমার আম্মু 

Monday, August 31, 2015

যা আমি সব সময় ব্যবহার করি,এমনকি খারাপ সময়েও -------সেটাই  আমার সব চেয়ে বিশ্রী। আমার হাসি। 

Sunday, August 30, 2015

আমার গলায় দড়ি দিয়ে মরা উচিৎ: জাফর ইকবাল

এই রকম মানুষ শতাব্দীতে দু-একজন জন্মায় । এদের লালন না করে আমরা লাটি মারি। আমারই শ্রেষ্ট,আমার শ্রেষ্ট। ........................................................

Friday, August 28, 2015

অনুভুতির মিছিলে তুই-ই চিলি মধ্যমণি 
যখন মিছিল ছেড়ে ছুড়ে চলে গেলি 
আর আমি উদযাপন করতে লাগলাম 
একাকীত্বের।............................



নাস্তিকতা বলতে সাধারণত কোনো ধর্মে বিশ্বাসী নয় এমন কাউকে বোঝায় কিন্ত বর্তমানে নাস্তিকতা বলতে বাংলাদেশের ভাই-বোনেরা এর সম্পূর্ণ সজ্ঞাটাই বদলে দিয়েছে। এরা বুঝে ইসলাম ধর্মের বিরুদ্ধে কথা বলাই হচ্ছে নাস্তিকতা আর সেটাই স্মার্টনেস।নাস্তিক হবি সেটা একান্ত নিজের বিষয়,হও। নাস্তিকতার যোক্তিকতা নিয়ে কথা বলো,ভালো লাগলে আমরা ও তোমাদের সাথে এসে একাত্মতা জানাবো।

Sunday, August 23, 2015

খাওয়া বাচাঁর ভাবনায় ওই মানুষটা হতে দিচ্ছে না যা আমি অবিরত কল্পনায় সাজাই। 

Saturday, August 22, 2015

মিতু এখন আর আগের মত কথা বলে না জাহিদের সাথে। লজ্জা এখন বাধা হয়ে দাড়িয়েছে ..............................
Collected from my second novel 

Friday, August 21, 2015

ভার্জিনিয়া,মিশিগান,ওয়াশিংটন এবং নিউইয়র্ক ....................
এই জায়গাগুলোতে দেখতে দেখতে দুইটা বছর কেটে গেল। 
কাদামাটির টান এর কোনটাই মিটাতে পারলো না। ............................................

Wednesday, August 19, 2015

অত্যাধিক ভালবাসা মানুষকে অস্থির করে তুলে। শায়েলা বেগমের বকবকানি এটারই বহিঃপ্রকাশ মাত্র.................
(খন্ডায়ন করা হয়েছে আমার দ্বিতীয় উপন্যাস থেকে )

Wednesday, August 12, 2015

নবীদের মধ্যে একজন ও নারী আসলেন না........কেন ?
সেটা চৌদ্দ শত বছর আগের সিদান্ত এই জন্য হতে পারে .....চুর দে ইয়ার।OK,আজকের এইদিনে,বিল গেটস অথবা মার্ক জুকারবার্গ এর মত একজন ও কোডার নাই নারীদের মধ্যে,নাই একজন ও সেকসপিয়ার অথবা মিল্টন,নাই একজন বারাক ওবামা অথবা আব্রাহাম লিঙ্কন। তাহলে কি এই পৃথিবী পরোক্ষভাবে নিরন্তর মেনে যাচ্ছে সেই চোদ্দ শত বছরের ভার?
আমি কোনো সমাজকে অসম্মান করি নি।

Monday, August 10, 2015

কয়েকটা ভিন্ন ভিন্ন পরিচয়ে বড় হতে চাই,এই যেমন
সফটওয়্যার ইঞ্জিনিয়ার,
লেখক,
পাবলিক স্পিকার,
আর,চলে যাওয়ার পরে একটা কথার বীজ রেখে যেতে চাই,এই যেমন 
লোকটা বড় ভালো ছিল। 
অপবিত্রতা আসে মিথ্যা থেকে..............................

Saturday, August 8, 2015

দিনের সব পবিত্রতা সকালে নিমজ্জিত। 

Friday, August 7, 2015

যেখানে উত্তম ব্যবহারের ঘাটতি রয়েছে,সেখানে উচ্চশিক্ষা নিতান্তই গৌন। 

Thursday, August 6, 2015

অনুভূতিই শক্তি,অনুভূতিই ক্ষমতা।

Wednesday, August 5, 2015

পৃথিবীর সব মায়া তর মুখেই...........
শত-সহস্র মুখের ভিড়ে তোকেই খুঝি,ও খুকি।  
মানুষ নিজেই নিজেকে সীমাবদ্ধতার সীমারেখায় বদ্ধ করে রাখে-অতচ একেকটা মানুষ অসীম ক্ষমতার অধিকারী। 

Monday, August 3, 2015

মাঝে মাঝে মন খারাপ করি ইচ্ছে করেই --ভালোই লাগে গলিত মনের গন্ধ নিতে। ...................

Sunday, August 2, 2015

কেন আমি হিংসা করি না ?
উত্তর: আমি ও আমার স্বপ্ন অভিন্ন।

Saturday, August 1, 2015

কোনো সম্পর্কে একটা বিশেষ দিনের ফ্রেমে বন্দী করা যায় না,তবে একেকটা সম্পর্ক যে আমাদের জীবনাচরণের একক সেটা এই দিনগুলোই ঘুরেফিরে মনে করিয়ে দেয়।
প্রাচীনতম এই হারামি সম্পর্কের রণক্ষেত্র সকালের গুম ভাঙ্গা থেকে রাতে গুমাতে যাওয়ার  আগ পর্যন্ত।
এই বিশ্বময় বিস্বয়কর সম্পর্কে আমার সম্মান আছে তবে দেখাতে পারি না নিজের সময় সল্পতার কারণে। সরি হারামিরা। .....................
সব খারাপের শুরু হয় মিথ্যা দিয়ে.......................

Wednesday, July 29, 2015

চালাকির দ্বারা সৎ কাজ করা যায় না। 

Saturday, July 25, 2015

কয়েক বছরের সাধনায় ডিগ্রীধারী হওয়া যায়......আর মানুষ  হইতে কখনো সারাজীবন লেগে যায়। 

Thursday, July 23, 2015

বালিকা,আমি মিথ্যা পছন্দ করি না। ......সারা পৃথিবীর সুখ সত্যে। ..

Sunday, July 19, 2015

কুপাইয়া নাটক দেখুম এইবার তবে মুভি দেখে ৩ ঘন্টা মাটিচাপা দেয়ার পক্ষে আমি কোনো সময়ই না।
দুঃখের বিষয় টিভি দেখা বাদ দিয়ে দিছি কারণ মানুষ এতবার নিঃশ্বাস নেয় কিনা সন্দেহ আছে যতবার টিভির চেনেল পাল্টানো হয়। ...............ইউটিউবই শেষ ভরসা 

Monday, July 13, 2015

বাঁচা সে তো স্বপ্নেরই জন্য।
স্বপ্নের মাঝে আমার বসবাস,
আমি করি স্বপ্ন আবাস
সূর্যের আলোর মত সত্য ,বাস্তবতায়।
আমি শেষ করে দিতে রাজি
আমি আমাকে
স্বপ্নকে রূপ দিতে আলোকে।
স্বপ্ন তোরই জন্য বাঁচা,
এ আমার নয় কথা
এ আমার প্রতিঘ্বা। 

Sunday, July 12, 2015

ছেলেটাকে মেরেই ফেললো শেষ পর্যন্ত চুরির দায়ে ? এই বাঙালি মানুষ হবে কিনা সন্দেহ আছে। 
 মুল্যবোধ আমাদের চুরি যাচ্ছে প্রতিদিন সেটার কে খবর রাখে ?

Monday, July 6, 2015

ক্রাস খাইলাম অজানা বালিকার উপর,বালিকাকে প্রথম দেখি রবির বিজ্ঞাপনে।
আপন শক্তিতে নিস্তেজ হয়ে যাচ্চি .....................

Sunday, July 5, 2015

তোর কাছে আমি পরাজিত হব
এই ধুন্ধর আমি হব বোকা
তর কাছেই।

স্বপ্নের মাঝে বসবাস মোদের
আলোকবিহীন অন্ধকারে,
বন্ধুর অজানা পথে ,
সে পথ বড়ই বিস্ময়ের। ........................

Wednesday, June 24, 2015

জোর করে কিছুই হয় না --এমনকি নিজের ঘুমটাও না । 

Monday, June 15, 2015

খুকী তোকে রানীর বেশে রাখতাম-রে।
আমার রাজ্যবিহীন কুড়ে ঘরে।
তর-আমার এই দেয়ালের মাঝে
অনেক অকথ্য কাহিনী রে।
আমি তোকে খুঝে নেবো
এই জনমের পরে। .......................
খুব সম্ভব সম্মানের জায়গাটা খোয়া গেলে আর যাই থাকুক ভালবাসা থাকে না।...........

Wednesday, June 10, 2015

তুই আমার হবি না,
আবার ভুলতেও দিবি না। 
আমি তোর হতে চেয়েছিলাম 
আর এখন বরশীর টেপ। ..........................

Monday, June 8, 2015

ফিসফিসিয়ে কথাগুলার প্রতিধ্বনি
আমি আজ ও অনুভূতিতে;
                                লালন করি।
কাদি এখনো আড়ালে,নিভৃতে।
তোর জন্য কাদতে ও যে,
আমার খুব ভালো লাগে।
একটা কথা অস্বিকার করবি না।
আমিই শিখিয়েছি যা ছিল তর অজানা।
আসলে কী ভালবাসা ?
আমি তোকে খুঁজে নেব,
অন্যের মাঝে টিকই।
ভালোবাসবো তোকেই ভেবেই।
জানি ভুলে যাবি,
এই অবেলার মাঝিকে।
একটা অনুরোধ রাখবি ?
একবার চোখবুঝে তুই;
       কী আমায় দেখবি ?
তোর চোখের অন্ধকারে আমি;
প্রতিচ্ছবি হতে চাই।
বুঝবে কী তোর ওই মায়াবী;
চোখগুলি ?
অনেক কিছু-ই  আজ নিজের মত করে নিছি
শুধু আমি আমাকে সরিয়ে আনতে পারিনি,
তোমার ওই আঙ্গিনা থেকে যেখানে;
আমি আজও অবহেলিত। 
তবে তোকে এখনো ভালবাসি,
অন্ধের মত। .............................

Sunday, June 7, 2015

সে অভিনয় ধরতে পারলো  না। ..
আমি লুকিয়ে ছিলাম যা যা।
হাহাকার আর বোবা কান্না।
সবই ছিল আড়ালে,কথা লুকিয়ে
যা সে দরতে পারে না। ...................
তোরা আয় না আমার সাথে,বলি তাকে। ..
তুই সুখী হু। ...........

Saturday, June 6, 2015

আজব! যার জন্য আমি প্রতেকটা সেকেন্ড গণনা করি এখনো,সে নেয় আমার অনুমতি। 

Friday, June 5, 2015

আগে মানুষ,পরে ধর্ম। মায়ানমারে মানুষকে মারা হচ্চে,মুসলমানকে নয়। 

Wednesday, June 3, 2015

আমার কাছে আমার নির্ধারিত টিকানায় পৌছা-ই সাফল্য সেটা হেটে হোক অথবা  গড়িয়ে হোক। কথা একটাই টিকে থাকতে হবে,টিকে না থাকার কারণে অনেক বড় বড় ডিগ্রিধারী আর মেধাবীরা কালের জলে ডুবে গিয়েছে সেটা আমরা লক্ষ্য করি না,না করেই চেপে দেই এই সেই না করলে সফল হওয়া যাবে না। এতে আত্মার অথবা দৈহিক মৃত্যু ঘটে। দেহ যেখানে হাটাচলার জন্য আর সেখানে আত্মা সফলতার জন্য।এ প্লাস না পাওযার জন্য ,ব্রেক-আপ হওযার বা অন্যান্য সাময়িক ব্রেকথ্রু এর জন্য মারা যেতে হবে কেন ? নিজে বাচলে সফলতা আসবেই যদি আত্মার মৃত্যু না ঘটে। ...................

Tuesday, June 2, 2015

সমাজ ও বন্ধুবান্ধব থেকে বিচ্ছিন-প্রায় আমি। মানবসমুদ্রে সাতার কাটার খুব ইচ্ছা আমার অনেক পুরনো দিনের।এই সময়টা প্রস্তুতিকাল এখন। ............................
সত্য লুকিয়ে রাখার চাপ সত্যি খুবই চাপময়।  সত্যকে লুকিয়ে রাখা আর বিশাল আকারের একটা পাথর বেধে পানিতে নেমে পরা এক তারপরও ঐদিন পর্যন্ত কিছু সত্যকে সাময়িকভাবে লুকিয়ে, মিথ্যার সাথে চাপিয়ে ,বড় সত্যের আনন্দে দিন কাটে নির্দিধায়। আর সেই বড় সত্যের ধারপ্রান্তে। মহান আল্লাহ খুব বিচিত্রময়। ..........

Sunday, May 31, 2015

আমি আমার ভাইকে জিগ্যেস করছিলাম গতকালকে,
নিজেকে কী দেখতে চায় সামনের দিনে?
গুগলে কাজ করতে চায় সে।
বললাম টাকার কারণে আমি পারিনি,
হতে ভর্তি মেডিকেলে।
তুই চাইলে এখন সেটা খোলা;
টিক তোর সামনে,আল্লাহর রহমতে।
না,সে কাজ করতে চায় গুগলে।
ওকে তোর জন্য অপেক্ষা করতেছি,
আমি এই বিনদেশে। .........

Saturday, May 30, 2015

আমি ও স্বপ 

আমার রাজ্যে আমিই রাজা তবে আমি তোকে রাণী করতে চাই নি;চেয়েছিলাম দেবী করে রাখতে।

Wednesday, May 27, 2015

কথা বলার সময় প্রতেকটা শব্দ ব্যবহার করি হাসি দিয়ে। আর মানুষ মনে করে,আমি খুব ভালো মানুষ। হিংসা হয় যদি সত্যি হতে পারতাম। 

Monday, May 25, 2015

জানি তুমি জান্নাতে
বিদ্রোহের দরকার নেই;
আমার মতে সেখানে।
যা করে গেছো এই বিনদেশে,
তার জন্য আমরা
মনে রাখব মনেপ্রাণে।
Kazi Nazrul Islam কাজী নজরুল ইসলাম
হাটু ঘেড়ে তোর কাছে তোকে ভিক্ষা চাইতাম কিন্ত চাইবো না কারণ আমি ছাড়া তুই সুখী। .........

Thursday, May 21, 2015

দেশে একটা হিড়িক পরছে ,সেটা কী ? মুক্ত্চর্চার ও মুক্তমনার।মনে একটাই দুঃখ হতে পারলাম না এই দুইটার কোনটাই আর এই জন্য আনস্মার্ট রয়ে গেলাম। ........হু হা হা হা। ...
আমারে কেউ মাইরালা  

Monday, May 18, 2015

এই আজকের দিনটা আজ থেকে পাঁচ বছর পূর্বে ছিল ''ভবিষৎ'' অথচ কি নির্ধিদায় মেরে ফেললাম আজকের দিনটাকে। প্রতিদিনই গুরুতপূর্ণ,কালকের জন্য আজকে-কে মেরে ফেলা উচিত নয়। তবে আজকের দিনকে উপভোগ করার মানে এই নয় যে কালকের জন্য আমরা চিন্তা করব না। 

Sunday, May 17, 2015

হেরে যাই আমরা নিজেদেরই কাছে।জয় খুব শক্তিশালী।দুর্বল মানুষের কাছে জয়ের চেয়ে পরাজয়ের আসা যাওয়া একটু বেশি-ই। 

Wednesday, May 13, 2015

ধর্মহীনতাই স্মার্টনেস.................

Saturday, May 9, 2015

মায়েদেরকে বিশেষায়িত করে কিছু একটা লিখব কিন্ত বিশেষণ খুঝে পাচ্ছিনা। কিছু জিনিস অবর্ণনীয়,বিশেষণহীন ও সীমানাহীন থাকার মাঝেই তার অবয়ব ফুটে উটে সেটা হয়ত ভুলে গিয়েছিলাম।মা-জীবন ভরে থাকুক সম্মান আর শ্রদ্ধায়। সুখী মা দিবস.........................

Wednesday, May 6, 2015

এই একটা জায়গায় হয়ত সবারই অন্তমিল......................দিন শেষে আমরা সবাই একলা।
সে এক চরম একাকিত্ব। 

Tuesday, May 5, 2015

 চাঁদ পূর্ণতার চাদরে
আস্তে আস্তে নিঃশেষ
হওয়ার,নিরব ভয়ে;
বিলীন হয়ে যায়
ঘন অন্ধকার নিশি থেকে আলোতে।
আমার সে ভয় নেই,
আমার আছো তুমি।
তুমি জানো না ও রংতুলি,
মনের ক্যানভাসে একটাই ছবি,
সে তোমারই মায়াবী মুখখানী।
মধ্যাকাশে প্রখর তাপে,
নিঃশেষ হওযার ভয়ে ;
সূর্য ও কেঁপে উটে ,
এই বুঝি অন্ধকার এসে ;
থামিয়ে দিল আলোর কূলাহল।
আমার সে ভয় ও নেই ,
দীর্ঘ রাত্রির ছোট্ট স্বপ্নের ;
তুমিই স্বপ্নের বিশালতা।
ও দুঃস্বপ্ন বিধারিনী,
তুমি জানো না হয়ত ;
তুমিই আমার স্বপ্নের প্রাচুর্যতা।
'


Thursday, April 30, 2015

স্বাধীনতা ও আমরা :
স্বাধীনতা প্রিয় এই আমরা,স্বাধীনতা চাই প্রতিটি পদক্ষেপে। বর্তমানে যে স্বাধীনতা অলোচনার শীর্ষে ,নারীর স্বাধীনতা যার বিরুধিতা করার কোনো মানসিকতা আমার বিন্দু মাত্র নেই,এদেরকে দেয়ালের ভিতরে রেখে কোনো দেশ বা সমাজ সামনে যাওয়া সম্ভব নয় সেটা বলার আপেক্ষ রাখে না। কথার বিষয় হচ্চে আমরা অনেকেই মনে করি নারী স্বাধীনতা মানে নারীদেরকে সমানীকরণ করা যা কোনভাবে কখনো সম্ভব নয়। আপদমস্তকভাবে নারী-পুরুষ আকারে,মননে ,দৈহিক কারুকার্যে ভিন্ন। সমাধিকার দরকার ,সমানিকরণ নয়। সমানিকরণ ও সমাধিকার নিয়ে কোনো কোনো খটকা থাকলে,জানান।আমি মা-বোন ও বধুদের দলকে ছোট করার কোনো মানসিকতা পোষন করিনা। আমরা কেওই কারো থেকে ছোট-বড় নয় ;তাহলে সমান হওযার কথা আসছে কত্তথেকে। সেটা টিক অন্ধকার সমাজ আপনাদেরকে চেয়েছিল অন্ধকারে আটকে রাখতে যা পারে নি। বের হয়ে আসলেন আলোয় ,সমাজ যাচ্চে চরম গতিতে। নিজ নিজ স্বকীয়তা বজায় না রাখলে কী আপন সৌন্দর্য থাকে ? কথা গুলা আসছে এইখানের এদেরকে দেখে ,এরা  যতটা উন্নত জাতিতে টিক ততটা অসুখী পরিবারে ;আর এদের পরিবার না-ই ,সমাজে ,অন্ধকারের নিজস্বতায়।